বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সুপার টুয়েলভের পথে স্কটল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

সুপার টুয়েলভের পথে স্কটল্যান্ড

টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে টানা দুই ম্যাচ জিতেছে স্কটল্যান্ড। প্রথম ম্যাচে ৬ রানে হারিয়েছে বাংলাদেশকে। গতকাল দ্বিতীয় ম্যাচে ১৭ রানে হারায় আইসিসির সহযোগী দেশ পাপুয়া নিউ গিনিকে (পিএনজি)। টানা দুই ম্যাচ জিতেও ‘বি’ গ্রুপ থেকে স্কটল্যান্ডের সুপার টুয়েলভ নিশ্চিত হয়নি। শতভাগ নিশ্চিত না হলেও সুপার টুয়েলভ খেলবে স্কটিশরা বলাই যায়! ব্যারিংটন, গ্রিভস, কোয়েটজারদের সুপার টুয়েলভ নিশ্চিত নির্ভর করেছে বাংলাদেশ-ওমান ম্যাচের ওপর। যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে অপেক্ষায় তাকতে হবে। এক ম্যাচ হাতে রেখেই স্কটল্যান্ড ও ওমান চলে যাবে সুপার টুয়েলভে। এমন সমীকরণের অপেক্ষার ম্যাচের আগে স্কটল্যান্ড গতকাল দুর্দান্ত ক্রিকেট খেলছে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছে। 

প্রথম ম্যাচে গ্রিভসের অলরাউন্ডিং পারফরম্যান্সে বাংলাদেশের বিপক্ষে জয় পায় স্কটল্যান্ড। গতকাল টস জিতে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে কোয়েটজার বাহিনী। জবাবে পিএনজির ইনিংস শেষ হয় ১৪৮ রানে। টানা দুই হারে টি-২০ বিশ্বকাপ শেষ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পিএনজির। স্কটিশদের জয়ের নায়ক রিচি বেরিংটন। ম্যাচ সেরা বেরিংটন ৭০ রানের ইনিংস খেলেন মাত্র ৪৯ বলে ৬ চার ও ৩ ছক্কায়। এ ছাড়া উইকেটরক্ষক ম্যাথিও ক্রস ৪৫ রান করেন ৩৬ বলে ২ চার ও ২ ছক্কায়। পিএনজির সফল বোলার কাবুয়া মোরিয়া ৩১ রানের খরচে নেন ৪ উইকেট। এ ছাড়া শাদ সোপার ২৪ রানে নেন ৩ উইকেট। দুই বোলারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ উইকেট হারায় মাত্র ৫ বলের ব্যবধানে। ১৬৬ রানের টার্গেটে পিএনজি অলআউট হয় ১৯.৩ ওভারে। স্কটিশদের সফল বোলার জশ ডেভি ১৮ রানের খরচে নেন ৪ উইকেট। পিএনজির পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন নরমান ভানুয়া ৩৭ বলে ২ চার ও ২ ছক্কায়।  

 

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড : ১৬৫/৯, ২০ ওভার (মানজি ১৫, ক্রস ৪৫

বেরিংটন ৭০; মোরিয়া ৪/৩১, সোপার ৩/২৪)।

পাপুয়া নিউ গিনি : ১৪৮/১০, ১৯.৩ ওভার

(বাউ ২৪, ভানুয়া ৪৭, ডোরিগা ১৮; ডেভি ৪/১৮

ইভান্স ১/২২, ওয়াট ১/২৩, গ্রিভস ১/৩১)।

ফল : স্কটল্যান্ড ১৭ রানে জয়ী

ম্যাচ সেরা : রিচি বেরিংটন।

সর্বশেষ খবর