রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

হাসিমুখে ফিরলেন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

এর আগে নিউজিল্যান্ড সফর শেষে বহুবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। কোনোবারই হাস্যোজ্জ্ব¡ল ছিল না। এবারই প্রথম হাসিমুখে, উচ্ছ্বসিত পরিবেশে দেশে ফিরেছেন মুমিনুলরা। টাইগাররা তাসমান সাগর পাড়ের দেশ থেকে গতকাল বিকালে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ ব্যবধানে সিরিজ ড্রয়ের স্বাদ নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই প্রথম টেস্ট জিতল টাইগাররা। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো তাদের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। নিঃসন্দেহে এটি বাংলাদেশের অন্যতম সেরা প্রাপ্তি। গতকাল ঢাকায় পা রেখে মিডিয়ার মুখোমুখিতে টাইগার অধিনায়ক মুমিনুল হক সাফল্যের জোয়ারে ভেসে যেতে চান না। সামনের সিরিজগুলোতে মনোনিবেশ করতে চান। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে ৮ উইকেটের জয়, দেশের বাইরে অন্যতম সেরা জয়। ক্রাইস্টচার্চে হেরে যায় ইনিংস ব্যবধানে। দলের জয় নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘কোনো ক্যারিশমা নেই, কোনো জাদু-মন্ত্র ছিল না। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রাখার চেষ্টা করেছি। যে জায়গায় উন্নতি করা দরকার, অনেক দিন থেকে চেষ্টা করছি একটা দল হিসেবে খেলার, সেটাই করেছি। বাংলাদেশ তখনই ভালো করে, যখন দল হিসেবে খেলেছে। বিশেষ করে টেস্টে। এক-দুজন পারফর্ম করলে হয় না।’ পরের সিরিজগুলো নিয়ে এখন থেকেই ভাবতে চাইছেন মুমিনুল, ‘আমি সবচেয়ে বেশি চিন্তিত পরের সিরিজগুলো নিয়ে। সামনে অনেক ভালো সিরিজ আছে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ভারতের বিপক্ষে খেলতে হবে। সিরিজগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং, অধিনায়ক হিসেবে এটাই আমি মনে করি।’

সর্বশেষ খবর