এর আগে নিউজিল্যান্ড সফর শেষে বহুবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। কোনোবারই হাস্যোজ্জ্ব¡ল ছিল না। এবারই প্রথম হাসিমুখে, উচ্ছ্বসিত পরিবেশে দেশে ফিরেছেন মুমিনুলরা। টাইগাররা তাসমান সাগর পাড়ের দেশ থেকে গতকাল বিকালে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ ব্যবধানে সিরিজ ড্রয়ের স্বাদ নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই প্রথম টেস্ট জিতল টাইগাররা। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো তাদের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। নিঃসন্দেহে এটি বাংলাদেশের অন্যতম সেরা প্রাপ্তি। গতকাল ঢাকায় পা রেখে মিডিয়ার মুখোমুখিতে টাইগার অধিনায়ক মুমিনুল হক সাফল্যের জোয়ারে ভেসে যেতে চান না। সামনের সিরিজগুলোতে মনোনিবেশ করতে চান। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে ৮ উইকেটের জয়, দেশের বাইরে অন্যতম সেরা জয়। ক্রাইস্টচার্চে হেরে যায় ইনিংস ব্যবধানে। দলের জয় নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘কোনো ক্যারিশমা নেই, কোনো জাদু-মন্ত্র ছিল না। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রাখার চেষ্টা করেছি। যে জায়গায় উন্নতি করা দরকার, অনেক দিন থেকে চেষ্টা করছি একটা দল হিসেবে খেলার, সেটাই করেছি। বাংলাদেশ তখনই ভালো করে, যখন দল হিসেবে খেলেছে। বিশেষ করে টেস্টে। এক-দুজন পারফর্ম করলে হয় না।’ পরের সিরিজগুলো নিয়ে এখন থেকেই ভাবতে চাইছেন মুমিনুল, ‘আমি সবচেয়ে বেশি চিন্তিত পরের সিরিজগুলো নিয়ে। সামনে অনেক ভালো সিরিজ আছে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ভারতের বিপক্ষে খেলতে হবে। সিরিজগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং, অধিনায়ক হিসেবে এটাই আমি মনে করি।’
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
হাসিমুখে ফিরলেন টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর