মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

এক বছরে ৩১৮ দিনই টি স্পোর্টসে সরাসরি ম্যাচ সম্প্রচার

ক্রীড়া প্রতিবেদক

এক বছরে ৩১৮ দিনই টি স্পোর্টসে সরাসরি ম্যাচ সম্প্রচার

খেলা পাগল বাংলাদেশে আলাদা স্পোর্টস চ্যানেল জরুরি হয়ে পড়েছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মাধ্যমেই। এই গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপই ২০২০-এর নভেম্বরে আনুষ্ঠানিকভাবে টি-স্পোর্টসের যাত্রা শুরু করে। শুরু থেকেই ক্রীড়াপ্রেমী মানুষের জনপ্রিয় চ্যানেল হয়ে উঠে। ক্রীড়াপ্রেমীদের আস্থা ও ভরসার নাম টি স্পোর্টস। যাত্রার পর রীতিমতো ইতিহাস গড়েছে দেশের একমাত্র স্পোর্টস স্যাটেলাইট চ্যানেলটি। স্বপ্ন যাত্রার পর ২২ এপ্রিল ২০২২ পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার লাইভ ইভেন্ট সম্প্রচার করেছে টি স্পোর্টস। ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে শুধু ক্রিকেট বা ফুটবল নয় অধিকাংশ খেলা সরাসরি সম্প্রচার করছে। টি স্পোর্টসই প্রথম চ্যানেল জাতীয় খেলা কাবাডির ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে। ১৩ নভেম্বর ২০২০ অনুষ্ঠান সম্প্রচার শুরু থেকে ২২ এপ্রিল ২০২২ পর্যন্ত ৫১৯ দিনে ২ হাজার ৪১৫ ঘণ্টা লাইভ কমেন্ট সরাসরি সম্প্রচার করেছে টি স্পোর্টস। ২০২১ মে থেকে ২০২২ এপ্রিল পর্যন্ত ৩৬৫ দিনের মধ্যে ৩১৮ দিনই ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে জনপ্রিয় এই স্পোর্টস চ্যানেল।

সর্বশেষ খবর