সোমবার, ২৩ মে, ২০২২ ০০:০০ টা

যেভাবে গ্রুপ সেরা হতে পারে কিংস

যেভাবে গ্রুপ সেরা হতে পারে কিংস

এএফসি কাপ ডি গ্রুপের ম্যাচ খেলতে কলকাতায় এসে বসুন্ধরা কিংস প্রথম ম্যাচেই সুখবার্তা দিয়েছিল ভক্তদের। মাজিয়াকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বের পথে এক ধাপ এগিয়েও গিয়েছিল। তাছাড়া এ টি কে মোহনবাগানের ৪-২ গোলে পরাজয়ের ঘটনাও ছিল কিংসের জন্য বেশ ইতিবাচক। কিন্তু দ্বিতীয় ম্যাচে বড় পরাজয় (৪-০) বাংলাদেশ চ্যাম্পিয়নদের সামনের পথ কঠিন করে তোলে। মাজিয়ার কাছে গোকুলাম কেরালার পরাজয়ের পরও অবশ্য পথ খুব একটা সহজ হয়নি কিংসের সামনে। অস্কার ব্রুজোন নিজেই তা স্বীকার করেন। কিংসের স্প্যানিশ এ কোচ বলেন, ‘প্রথমে আমাদেরকে গোকুলাম কেরালার বিপক্ষে ম্যাচটা জিততে হবে। এ লক্ষ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এ টি কে মোহনবাগান ম্যাচের কথা এখন আর ভাবতে চাই না। সামনের ম্যাচ নিয়েই এখন আমাদের ভাবনা।’ গোকুলাম কেরালার বিপক্ষে বসুন্ধরা কিংস জিতলে তাদের সামনে আসবে দ্বিতীয় সমীকরণ। এ টি কে মোহনবাগানের বিপক্ষে অন্তত একটা পয়েন্ট পেতে হবে মাজিয়ার। অস্কার বলেন, ‘গোকুলামের বিপক্ষে আমরা জিতলে এবং মাজিয়া না হারলে আমরা পরের রাউন্ডে খেলব।’

এএফসি কাপের নিয়ম অনুযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে প্রথমে হেড-টু-হেড গোল ব্যবধান দেখতে হবে। তবে এই নিয়মটা কিছু ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। বিশেষ করে সামনের দুই ম্যাচই ড্র হলে নিয়মটা টিকবে না। এ কারণে গ্রুপের সব ম্যাচ মিলিয়ে গোল ব্যবধান হিসেব করা হবে। এক্ষেত্রে মোহনবাগান এগিয়ে থাকায় তারা নকআউট পর্বে চলে যাবে। কিন্তু বসুন্ধরা কিংস গোকুলাম কেরালাকে হারালে এবং মাজিয়া মোহনবাগানের বিপক্ষে জিতলে বসুন্ধরা ও মাজিয়ার পয়েন্ট হবে সমান ৬ করে। এক্ষেত্রে হেড-টু-হেড ম্যাচে মাজিয়ার বিপক্ষে ১-০ কিংস জেতায় তারাই নকআউট পর্বে খেলবে। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকলেও বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে নকআউটে যেতে পারবে না মাজিয়া।

সর্বশেষ খবর