শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

ধাপে ধাপে এগোতে চান কাবরেরা

ক্রীড়া প্রতিবেদক

ধাপে ধাপে এগোতে চান কাবরেরা

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। ১টি হার আরেকটি ড্র। বেশ কিছুদিন পর বাংলাদেশ আবার মাঠে নামছে। ১ জুন জাকার্তায় প্রীতি ম্যাচ খেলবে ইন্দোনোশিয়ার বিপক্ষে। এখান থেকেই এশিয়া কাপ বাছাই পর্ব খেলতে মালয়েশিয়া উড়ে যাবেন কাবরেরার শিষ্যরা। প্রস্তুতি একেবারে কম নয়। তারপরও বড় চিন্তা ইনজুরি ঘিরে। হেমন্ত ও সাদ আঘাত পেয়ে দল থেকে ছিটকে গেছেন। এমন কি বসুন্ধরা কিংসের চার ফুটবলার সফর সঙ্গী হতে পারেননি। এএফসি কাপে তারিক কাজী, সুমন রেজা, মতিন মিয়া ও মাসুক মিয়া জনি খেলতে গিয়ে কমবেশি ইনজুরির শিকার হয়েছেন। ফিট না থাকায় তাদের ছাড়াই চূড়ান্ত দল ঘোষণা হয়েছে।

কোচ কাবরেরা বলেন, ‘আমরা ধাপে ধাপে এগুতে চাই। ইন্দোনোশিয়ায় ভালো কিছু করে মালয়েশিয়া যেতে চাই। এশিয়া কাপ বাছাই পর্বে বাহরাইন, তুর্কিমেনিস্তান ও মালয়েশিয়া শক্তিশালী প্রতিপক্ষ। আমরা সেরাটা দিয়েই লড়ব। আগাম কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। অধিনায়ক জামাল ভূ্ইঁয়া বলেন, ইনজুরি চিন্তা অবশ্যই আমাদের ভাবাচ্ছে। তারপরও আশা করি নতুনরা সেই শূন্যস্থান পূরণ করবে। 

সর্বশেষ খবর