রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

পান্থর পর জাদেজার সেঞ্চুরি

দলের চরম ব্যর্থতাকে সামাল দেন ঋশাভ পান্থ ও রবীন্দ্র জাদেজা। ৯৮ রানে ৫ উইকেট হারানোর পর প্রথম দিন দুজনে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ২২২ রান। পান্থ প্রথম দিনই তুলে নেন সেঞ্চুরি। খেলেন ১৪৬ রানের ইনিংস। ৮৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রবীন্দ্র জাদেজা। গতকাল সেটাকে সেঞ্চুরিতে রূপ দেন। ১০৪ রান করেন বাঁ হাতি স্পিন অলরাউন্ডার। ১৯৪ বলের ইনিংসটিতে ছিল ১৩ চার। ৬০ টেস্ট ক্যারিয়ারে এটা তৃতীয় সেঞ্চুরি। চলতি মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। ইনিংস শেষে টেস্টে তার রান ২৫০০। পান্থ ও জাদেজার সেঞ্চুরিতে ভারত প্রথম ইনিংসে সংগ্রহ করে ৪১৬ রান। ইংল্যান্ডের পক্ষে সফল বোলার ছিলেন জেমস অ্যান্ডারসন। সুইং বোলার নেন ৬০ রানের খরচে ৫ উইকেট।

১৭২ টেস্ট ক্যারিয়ারে ৩২ বারের মতো ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। আরেক বর্ষিয়ান ইংিলিশ পেসার স্টুয়ার্ট ব্রড গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ৩৫ রান দিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। ভারতীয় ইনিংসের ৮৪ নম্বর ওভারে রেকর্ডটি গড়েন। আগের রেকর্ড ২৮ রান। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার রবিন পিটারসেন, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও জো রুট দিয়েছিলেন ২৮ রান। যা এতদিন ছিল রেকর্ড। পরশু সেটা ভেঙে দেন ব্রড। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ব্রডের এক ওভারে ৬ ছক্কায় ৩৬ রান নিয়েছিলেন ভারতের যুবরাজ সিং। দ্বিতীয় দিন বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান। ইংলিশ দুই ওপেনার অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলিকে সাজঘরে ফেরত পাঠান রোহিত শর্মার কাছ থেকে দায়িত্ব প্রাপ্ত জস্প্রিত বুমরাহ।                 

সর্বশেষ খবর