শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

জকোভিচের জন্য মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ

ক্রীড়া ডেস্ক

কভিড-১৯ টিকা নেননি নোভাক জকোভিচ। টিকা নেওয়ার আগ্রহও নেই বিশ্বসেরা টেনিস তারকার। সেজন্য খেলতে পারেননি বছরের প্রথম গ্রান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। আসরে অংশ নিতে অস্ট্রেলিয়া সফর করেছিলেন সার্বিয়ান টেনিস তারকা। কিন্তু অস্ট্রেলিয়ান সরকার অনুমতি দেয়নি। বছরের শেষ গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেনেও না খেলার সম্ভাবনা দেখা দিয়েছে জকোভিচের। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের নীতিমালা হচ্ছে, দেশটির নাগরিক ও অভিবাসী ছাড়া অন্য কোনো দেশের নাগরিককে দেশটিতে ভ্রমণ করতে হলে করোনার টিকা নিতে হবে।

হোয়াইট হাউস সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসী ছাড়া অন্যদের দেশটিতে ঢুকতে হলে কভিড-১৯ প্রতিষেধক টিকা নিতে হবে এবং বোর্ডিংয়ের আগেই এর প্রমাণপত্রও দিতে হবে। কিন্তু জকোভিচ যেহেতু টিকা নিতেই রাজি নন, তাই তার ইউএস ওপেন খেলা কঠিন। কিন্তু দেশটির টেক্সাসের সিনেটর ড্রিউ স্প্রিঙ্গার অনুরোধ করেছেন দেশটির রাষ্ট্রপ্রতি জো বাইডেনকে অনুমতি দেওয়ার, ‘ইউএস ওপেন খেলতে নোভাক জোকোভিচের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছেন বাইডেন। কিন্তু তিনি লাখ লাখ অবৈধ, টিকা না নেওয়া মানুষকে সীমান্ত অতিক্রমের অনুমতি দিচ্ছেন। একজন বেশি মানুষ যুক্তরাষ্ট্রে এলেই বা কী...?’ জকোভিচ কিছুদিন আগে উইম্বলডন শিরোপা জিতেছেন যা তার ২১তম গ্রান্ড স্ল্যাম। ২২টি গ্রান্ড স্ল্যাম জিতে সবার উপরে স্পেনের রাফায়েল নাদাল। ইউএস ওপেন ২৯ আগষ্ট শুরু এবং চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। 

সর্বশেষ খবর