সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সাইফ নিয়ে মুখ খুললেন সালাম

ক্রীড়া প্রতিবেদক

সাইফ স্পোর্টিং ফুটবল থেকে সরে দাঁড়াতে চায়। পেশাদার লিগ এমনকি দ্বিতীয় বিভাগে তাদের জুনিয়র দল খেলবে না। এ ব্যাপারে ক্লাবটি বাফুফের কাছে চিঠিও দিয়েছে। সাইফের হঠাৎ এমন সিদ্ধান্তে ফুটবলপ্রেমীরা হতবাক। তবে এখন আবার শোনা যাচ্ছে যুব ফুটবলারদের কথা ভেবে সাইফ শুধু দ্বিতীয় বিভাগ লিগ খেলতে পারে। সাইফ দেশের ফুটবলে বড় ক্লাব। এবার পেশাদার লিগে তারা তৃতীয় স্থান দখল করেছে। নতুন মৌসুমের জন্য ঘর গোছানোও শুরু করেছিল। কিন্তু কী কারণে দল গুটিয়ে নিচ্ছে তা রহস্যজনক। ফুটবল ফেডারেশনে চিঠি দেওয়ার পর বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এ ব্যাপারে কথা বলেছিলেন। তা আবার চিঠি সংক্রান্ত বিষয়ে।

একটা বড় দল যখন সরে দাঁড়ায় তাতে ফুটবল ও ফুটবলারদের ক্ষতি। তাই ভাবা হয়েছিল বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বা সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী সাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসে ফুটবলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সাইফকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাবেন। না বাফুফে পুরোপুরিই নীরব। তবে সালাম মুর্শেদী দেরিতে হলেও বলেছেন, ‘আমরা কোনোভাবে চাই না সাইফ এভাবে সরে যাক। আলোচনায় বসে অবশ্যই আহ্বান জানাব সিদ্ধান্ত বদলের।’ একটি স্যাটেলাইট চ্যানেলে তিনি এ কথা বলেন। তবে কবে বসবেন তা বলেননি। সাইফ খেলছে না নিশ্চিত ভেবে দলের ফুটবলাররা স্বাভাবিকভাবে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন।

সর্বশেষ খবর