শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

টি-২০ বিশ্বকাপ দলে সৌম্য-শরিফুল!

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে ১৬ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। বাংলাদেশ খেলবে সুপার টুয়েলভে। মূল মঞ্চে নামার আগে ক্রাইস্টচার্চে তিন জাতির টুর্নামেন্টে অংশ নিয়ে প্রস্তুতি সেরেছে টাইগাররা। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের চার ম্যাচে হেরেছে তারা। এ টুর্নামেন্ট শেষে ২০ ওভারের বিশ্বকাপে নিজেদের মূল স্কোয়াড ঠিক করে নিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের স্ট্যান্ডবাই স্কোয়াডে ছিলেন বাঁ হাতি ড্যাসিং ব্যাটার সৌম্য সরকার ও বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম। তিন জাতির টুর্নামেন্টে দুজনের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক সাকিব আল হাসান ও ‘টেকনিক্যাল কনসালট্যান্ট’ শ্রীধরণ শ্রীরাম মূল স্কোয়াডে নিয়েছেন সৌম্য ও শরিফুলকে। বাদ পড়তে পারেন মেক শিফট ওপেনার সাব্বির রহমান, ডান হাতি পেসার ইবাদত হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিনের যে-কোনো দুজন। শোনা যাচ্ছে, বাদ পড়ার তালিকায় রয়েছে মুস্তাফিজুর রহমানেরও নাম।

টি-২০ বিশ্বকাপ স্কোয়াড : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফুদ্দিন।

সর্বশেষ খবর