শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

টি-২০ বিশ্বকাপে দুই হাজার ছক্কার মাইলফলক

টি-২০ বিশ্বকাপে দুই হাজার ছক্কার মাইলফলক পার হলো। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ শুরুর আগে ছক্কার সংখ্যা ছিল ১৯৯৯টি। বাঁ হাতি স্পিনার প্রিঙ্গলের করা ইনিংসের নবম ওভারের স্লপ সুইপে ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মেরে ইতিহাসে নাম লেখান শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। এবার টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর বসেছে। এ পর্যন্ত ২১টি দেশ ছক্কা হাঁকিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ২১৪, অস্ট্রেলিয়া ২১১ ও ১৯৫টি ছক্কা মেরে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। এরপর ইংল্যান্ড ১৮২, শ্রীলঙ্কা ১৮২, নিউজিল্যান্ড ১৭১, ভারত ১৭০, দক্ষিণ আফ্রিকা ১৬৩ এবং ১২৪টি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশ নবম স্থানে আছে।

 

সর্বশেষ খবর