বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ফ্রান্স-জার্মানির বিশ্বকাপ বয়কট!

ক্রীড়া প্রতিবেদক

ফ্রান্স-জার্মানির বিশ্বকাপ বয়কট!

বিশ্বকাপ চলেই এলো। এর মধ্যে যদি শোনা যায় দুই বিশ্বচ্যাম্পিয়ন কাতার বিশ্বকাপ বয়কট করবে তাহলে তো অবাক লাগবেই। না, দুই দেশ বিশ্বকাপ খেলবে ঠিকই। তবে আয়োজক ফ্রান্সের বিরুদ্ধে মানবিক বিপর্যয়ের অভিযোগ এনে ইউরোপে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। বিভিন্ন দেশের মতো ফ্রান্স এবং জার্মানিতে চলছে বিশ্বকাপবিরোধী প্রচারণা। শ্রমিক নির্যাতন এবং পরিবেশ বিপর্যয় ঘটিয়ে বিশ্বকাপ আয়োজনে রাস্তায় নেমেছে দুই দেশের সচেতন মানুষ। বন্ধ করা হচ্ছে রাস্তায় রাস্তায় জায়ান্ট স্কিনে খেলা দেখানো। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ফ্রান্সের বেশিরভাগ শহরে বিশ্বকাপ বর্জনে বিক্ষোভ চলছে। ফ্যান জোন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তাই রাস্তার অনেক মানুষই টিভিতে বিশ্বকাপ দেখতে পারবে না। প্যারিসের সিটি হলের ডেপুটি ইনচার্জ অব স্পোর্ট পিয়েরে বারাদান বলেন, ফ্যান জোন স্থাপনের প্রশ্নই ওঠে না। বার্লিন ও মিউনিখে চলছে প্রতিবাদ।

সর্বশেষ খবর