অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের যুবারা আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে গ্রুপ চ্যাম্পিয়ন আর হতে পারছে না তা অনেকটা নিশ্চিত। গতকাল চীনের দাঝুতে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ৩-৬ গোলে হেরে গেছে পাকিস্তানের কাছে। আগের ম্যাচে শক্তিশালী চীনকে বড় ব্যবধানে হারানোয় অনেকের আশা ছিল পাকিস্তানের বিপক্ষে জয় পাবে। তা আর হলো না। তবে হারলেও দারুণ লড়াই করেছে বাংলাদেশের যুবারা। ১-৩ গোলে পিছিয়ে থেকেও সমতা এনেছিল বাংলাদেশ। ম্যাচের হাফ টাইমে স্কোর ছিল ৩-৩। তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান ৪-৩ গোলে এগিয়ে থাকলেও আশা জেগেছিল বাংলাদেশের। চতুর্থ কোয়ার্টারে দুই গোল হজম করায় পরাজয় এড়ানো সম্ভব হয়নি। ৩-৬ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় যুবাদের।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। পাকিস্তান-চীন ম্যাচের পর গ্রুপে বাংলাদেশের অবস্থান ঠিক হবে। পাকিস্তান জিতলে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হবে। সে ক্ষেত্রে সেমিফাইনালে জাপানকে পাওয়ার সম্ভাবনা বেশি।