গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজ চলাকালে ট্রাক্টরের চাপায় ইন্দু বালা (৬৫) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। তিনি ওই এলাকার সিমান্ত সাধুর স্ত্রী।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ভরতখালী ইউনিয়নের মাঝি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যমুনা নদী ডান তীর রক্ষা প্রকল্পের ১ নম্বর সাইটে কাজ চলাকালে মাঝি পাড়া ব্রিজে ওঠার সময় ট্রাক্টরটি পিছনে নেওয়ার সময় চালকের অসাবধানতায় ইন্দু বালাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রাথমিক তদন্ত চলছে।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রকল্প সাইটে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে দুর্ঘটনার আশঙ্কা সবসময় থাকে। তারা দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল