রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আর্জেন্টাইন ঈগল মার্টিনেজ

ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টাইন ঈগল মার্টিনেজ

সার্জিও গয়কোচিয়ার পর সার্জিও রোমেরো। দুজনেই আর্জেন্টিনার তারকা গোলরক্ষক। দুজনেই বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। গয়কোচিয়া ১৯৯০ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়া ও সেমিফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে শট ঠেকিয়ে ম্যারাডোনার আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যান। ২৪ বছর পর ২০১৪ সালে সার্জিও রোমেরো সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২টি শট ঠেকিয়ে নায়ক হয়ে যান আর্জেন্টিনার। টাইব্রেকারে রোমেরোর অবিশ্বাস্য পারফরম্যান্সে লিওনেল মেসির আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল। যদিও ১৯৯০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। দুবারই ফাইনালে হেরেছিল জার্মানির কাছে। গয়কোচিয়া ও রোমেরোর দেখানো পথে হাঁটছেন এমিলিয়ানো মার্টিনেজ। পরশু রাতে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সেমিফাইনালে টেনে নিয়ে যান। মার্টিনেজ, মেসিদের এখন অপেক্ষা ফাইনাল। লুই ফন গালের নেদারল্যান্ডসকে কোয়ার্টারে হারিয়ে এখন সেমিফাইনালে আর্জেন্টিনা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে। ওই ম্যাচের নায়কও ছিলেন ক্রোট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।  

গয়কোচিয়ার পর বেশ কয়েকটি আসরে একজন ভালো গোলরক্ষকের অভাবে ভুগছিল আর্জেন্টিনা। ২০১৪ সালে সেই অভাব পূরণ করেন রোমেরো। এবার দায়িত্ব পালন করছেন মার্টিনেজ। দারুণ খেলছেন।

সর্বশেষ খবর