বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিবিসির বর্ষসেরা মেসি

ক্রীড়া ডেস্ক

বিবিসির বর্ষসেরা মেসি

ফুটবলে সব শিরোপা তার জেতা হয়ে গিয়েছিল। বাকি ছিল স্বপ্নের বিশ্বকাপ। রবিবার ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তা পূরণ করে ফেললেন। একজন স্বার্থক ফুটবলার হিসেবে মেসির নামটি ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল। অনন্য নৈপুণ্যের স্বাক্ষর রাখায় সংবাদ সংস্থা বিবিসির বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন মেসি। বিবিসি উল্লেখ করেছে সেরা ক্রীড়াবিদ বাছাই করতে তাদের কষ্ট করতে হয়নি। বিশ্বকাপ জেতায় মেসিই ছিলেন অটোমেটিক চয়েস।

বিশ্বকাপ জিততে মেসি কি করেননি! নিজের সামর্থ্যরে সবকিছু বিলিয়ে দিয়েছে। গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে এসেও গোল করেছেন। নিজে ৭ গোল করেন। সতীর্থদের করান ৩টি। গড়েছেন বেশ কয়েকটি রেকর্ডও। পেয়েছেন গোল্ডেন বলের পুরস্কার। ক্লাব ফুটবলেও দুর্দান্ত খেলেছেন মেসি। পিএসজির হয়ে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা। ২০২২-২০২৩ মৌসুমে দলটির হয়ে ১৯ ম্যাচে তার রয়েছে ১২ গোল ১৭ অ্যাস্টিস্ট। বিবিসির সেরা ক্রীড়াবিদ হিসেবে পুরস্কারে যাত্রা সামনে অপেক্ষা করছে আরও অনেক কিছুই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর