শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রথম দিনে দুরন্ত যাদব

ক্রীড়া প্রতিবেদক

প্রথম দিনে দুরন্ত যাদব

ঢাকা টেস্টের প্রথম দিনই দুরন্ত বোলিং করেছেন ভারতের পেসার উমেশ যাদব। গতকাল ১৫ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ভারতীয় এই পেসার শুরু করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে আউট করে। এরপর একে এক তুলে নেন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদের উইকেট।

গতকাল দিনের প্রথম ঘণ্টাটা ছিল ভারতীয় বোলারদের জন্য দুঃস্বপ্নের মতো। শীতের সকালের ময়েশ্চার কাজে লাগিয়েও তারা সুবিধা করতে পারেননি। কোনো উইকেটই পায়নি ভারতের কোনো বোলার। কিন্তু টাইগার ব্যাটসম্যানদের ভুলের কারণে দ্রুত পরিস্থিতি পাল্টে যায়। বাইশগজে ছড়ি ঘুরাতে থাকেন যাদবরা।

তবে স্পিনে দাপট দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই ঘূর্ণি তারকাও শিকার করেছেন চার উইকেট। বাংলাদেশের বাকি দুই উইকেট নিয়েছেন ১২ বছর পর ভারতীয় দলে ফেরা জয়দেব উনাদকাট। ভারতীয় এই বোলার সব শেষ খেলেছিলেন ২০১০ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেটিই ছিল ভারতীয় দলের জার্সিতে তার প্রথম টেস্ট। কোনো উইকেট পাননি। এরপর দল থেকে বাদ পড়ে যান। এক যুগ পর ফিরেই দারুণ বোলিং করলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর