কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে বিদায় নিয়েছে ব্রাজিল। এর পর পরই পদ ছেড়ে দিয়েছেন কোচ তিতে। ব্রাজিলের নতুন কোচ কে হবেন? এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহী ফুটবলপ্রেমীরা। পর্তুগিজ কোচ হোসে মরিনহোর নাম শোনা যাচ্ছিল। তবে স্প্যানিশ পত্রিকা মার্কা এবং ফ্রেঞ্চ পত্রিকা লেকুইপের প্রতিবেদন অনুযায়ী জিনেদিন জিদান হতে যাচ্ছেন ব্রাজিলের নতুন কোচ। এতদিন মনে হচ্ছিল, দিদিয়ের দেশমের স্থানে ফ্রান্স জাতীয় দলের কোচ হবেন জিনেদিন জিদান। তবে ফরাসি মিডিয়ার দাবি, আপাতত কোচের পদ ছাড়ছেন না দেশম। সেক্ষেত্রে জিদানের জন্য ব্রাজিলই হতে পারে আদর্শ গন্তব্য!
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে বেশ নাম কুড়িয়েছেন জিনেদিন জিদান। দুই টার্মে দায়িত্ব নিয়ে ক্লাবকে উপহার দিয়েছেন দুটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ এবং দুটি স্প্যানিশ সুপার কাপের ট্রফি। রিয়াল মাদ্রিদ ছেড়েছেন তিনি ২০২১ সালে। এরপর আর কোনো দলেরই দায়িত্ব নেননি। নিজেকে আরও বড় চ্যালেঞ্জ নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে গড়ে তুলছেন। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে জিদানই হয়তো বর্তমানে সবচেয়ে উপযুক্ত! অবশ্য ব্রাজিল সাধারণত নিজেদের দেশের কোচই পছন্দ করে।