ইংলিশ লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই মানে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ছিল একই অবস্থা। মোহামেডান-আবাহনীর লড়াইও চিরপ্রতিদ্বন্দ্বীর রূপ নিয়েছিল। লিগ বা যে কোনো আসরে দুই দলের ম্যাচকে ঘিরে দেশ উত্তেজনায় কাঁপত। এখন সেসব শুধু স্মৃতিই বলা যায়। ফুটবলে ঢাকা আবাহনী তাদের অবস্থান ভালোভাবে ধরে রাখলেও মোহামেডান দীর্ঘদিন ধরেই খর্ব শক্তির দল। এতটা সংকটাপন্ন অবস্থা যে ফুটবলে ঐতিহ্যবাহী দলটি যে টিকে আছে সেটাই বড় বিষয়। পেশাদার ফুটবল লিগে কুমিল্লায় আজ দুই দল মুখোমুখি হচ্ছে। আবাহনী পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকলেও মোহামেডন বেশ পিছিয়ে।