মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ক্রিকেটকে বিদায় মরগানের

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটকে বিদায় মরগানের

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। আসরে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন ইউয়ান মরগান। বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মরগান। গতকাল বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী মরগান, ‘অত্যন্ত গর্বের সঙ্গে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। অনেক চিন্তা-ভাবনার পর, আমি মনে করছি এখনই খেলা থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময়। এই খেলাটি আমাকে বছরের পর বছর ধরে অনেক কিছু দিয়েছে।’ মরগানের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু আয়ারল্যান্ডের হয়ে। ৩ বছর খেলার পর তিনি ইংল্যান্ডের খেলা শুরু করেন। ক্যারিয়ারে ২৪৮ ওয়ানডে, ১৬ টেস্ট ও ১১৫ টি-২০ ম্যাচ খেলেছেন।

 তিন সংস্করণ মিলিয়ে রান করেন ১০ হাজার ৮৫৯। টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি না থাকলেও টেস্ট ও ওয়ানডেতে সেঞ্চুরির সংখ্যা ১৬টি। ১০২ প্রথম শ্রেণির ম্যাচে রান করেছেন ৫ হাজার ৪২। সেঞ্চুরি ১১টি। ৩৭৯ লিস্ট ‘এ’ ম্যাচে ২২ সেঞ্চুরি ও ৬৮ হাফসেঞ্চুরিতে রান করেছেন ১১ হাজার ৬৫৪। ৩৭৪ টি-২০ ম্যাচে রান করেছেন ৭ হাজার ৭৮০। ক্রিকেট ছেড়ে দিলেও ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন জানান মরগান।

সর্বশেষ খবর