লড়াই করেও প্রথম ওয়ানডেতে ডেভিড মালানের সেঞ্চুরির কাছে হেরে গেছে বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ শেষ ওয়ানডে চট্টগ্রামে। ৯ ও ১২ প্রথম দুটি টি-২০ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বিপিএলে পারফর্ম করে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিন ক্রিকেটার- তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম। ফিরেছেন রনি তালুকদার ও শামীম হোসেন। বাঁ হাতি স্পিনার তানভীর দারুণ বোলিং করেছেন বিপিএলে। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে ১৮ উইকেট নিয়েছেন ২০ ওভারের টুর্নামেন্টে। সিলেট স্ট্রাইকার্সের পক্ষে তৌহিদ হৃদয় ১৩ ম্যাচে ৪০৩ রান করেন। সিলেট স্ট্রাইকার্সের পেসার রেজাউর রহমান রাজা ৮ ম্যাচে নেন ১৩ উইকেট। রনি তালুকদার সর্বশেষ খেলেছিলেন ২০১৫ সালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
বাংলাদেশ টি-২০ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভির ইসলাম।