বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

দুই বছরেই পেশাদার লিগে ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক

১৯৭৫ সালে সাড়া জাগিয়ে প্রথম বিভাগ ফুটবল লিগে অভিষেক হয়েছিল ব্রাদার্স ইউনিয়নের। সেবার উদ্বোধনী ম্যাচে তারকাভরা ঢাকা আবাহনীকে হারিয়ে আলোড়ন তুলেছিল তারুণ্যনির্ভর ব্রাদার্স। অল্প দিনের মধ্যে গোপীবাগের দলটি দেশের ফুটবলে অন্যতম সেরা দলে পরিণত হয়। কত তারকা ফুটবলার এ ক্লাব থেকে তৈরি হয়েছেন তার হিসাব মেলানো যাবে না। যদিও লিগ চ্যাম্পিয়ন হতে সময় নিয়েছে। কিন্তু ঘরোয়া আসরে এমন কোনো ট্রফি নেই যা তাদের জেতা হয়নি। স্বাধীনতার পর ব্রাদার্স একমাত্র দল যারা আগা খান গোল্ডকাপ চ্যাম্পিয়ন হয়েছে। মোহামেডান, আবাহনী ও ব্রাদার্সের নাম ছিল ক্রীড়ামোদীদের মুখে মুখে। সেই ব্রাদার্সের কি না পেশাদার লিগ থেকে অবনমন হয়। ২০-২১ মৌসুমে তারা নেমে যায়। পরের বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলার কথা থাকলেও সমস্যার কারণে অংশ নিতে পারেনি। এবার খেলছে, দারুণ ছন্দে ফুটবলাররা দলকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে। চ্যাম্পিয়ন নিশ্চিত না হলেও পেশাদার লিগে প্রমোশন পাওয়াটা সময়ের ব্যাপার। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে। প্রথম লেগে স্বাধীনতা সংঘ ও ওয়ান্ডারার্সের সঙ্গে ড্র করেছে। দ্বিতীয় লেগে এলিট একাডেমির কাছে হারে ও নফেলের সঙ্গে ড্র করেছে। এখনো লিগে তাদের চার ম্যাচ বাকি। কিন্তু অবস্থান এখন এতটাই মজবুত যে পরের ম্যাচগুলোয় হোঁচট খেলেও সমস্যা হবে না। ব্রাদার্সের সাবেক তারকা ফুটবলার দলের ম্যানেজার আমের খান বলেন, ‘দল অবনমন হওয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। মাত্র দুই বছরের মাথায় ক্লাবকে পেশাদার লিগে উঠিয়ে প্রমাণ করতে পেরেছি আমরা কতটা আন্তরিক।’

সর্বশেষ খবর