শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

হকির কন্ডিশনিং ক্যাম্পের নাম পিকনিক!

ক্রীড়া প্রতিবেদক

আর কিছুদিন পর অনূর্ধ্ব-২১ যুব এশিয়া কাপ হকি খেলতে বাংলাদেশ যাবে ওমানে। তার আগে ভারতের হরিয়ানা ও জলন্ধরে যুব হকি দলের কন্ডিশনিং ক্যাম্প হবে। এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

প্রশ্ন হচ্ছে, কন্ডিশনিং ক্যাম্পের নামে পিকনিক হবে কি না? ভারতে যাচ্ছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদের পরিবারের সদস্যরাও। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেও ৩৩ সদস্যের হকি দলের কন্ডিশনিং ক্যাম্প হবে ভারতে।

মাঠে ১১ জন খেললেও প্রস্তুতির নামে ৩৩ জনকে সফরসঙ্গী করায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। দলে ২৩ জন খেলোয়াড়। বাকিরা কোচিং স্টাফ, হেড অব গেলিগেট এবং পর্যবেক্ষক। অবাক হলেও সত্যি যে, কন্ডিশনিং ক্যাম্পের নামে ভারতে হেড অব ডেলিগেট হিসেবে যাচ্ছেন হকির সাধারণ সম্পাদক মুমিনুল হক এবং পর্যবেক্ষক হয়ে যাচ্ছেন তার স্ত্রী ফারজানা আহমেদ বৈশাখী ও ছেলে এ কে এম জহিরুল হক সাদ ও মেয়ে রুমাইরা সামাদ। কন্ডিশনিং ক্যাম্প গুরুত্বসহকারে দেখা হয়। এখানে যদি আত্মীয়স্বজন প্রাধান্য পান তাহলে তো তাকে পিকনিকের সঙ্গে তুলনা করা যায়।

সর্বশেষ খবর