সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রোনালদোর মতোই ‘গোলমেশিন’ হলান্ড

ক্রীড়া ডেস্ক

রোনালদোর মতোই ‘গোলমেশিন’ হলান্ড

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ বলেছেন, নরওয়েজিয়ান তারকা আরলিং হলান্ড পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই গোলমেশিন। তবে লিওনেল মেসিই পূর্ণাঙ্গ ফুটবলার। মেসির সঙ্গে কাউকে তুলনা করতে রাজি নন গার্ডিওলা। গত শনিবার ম্যানচেস্টার সিটি ৪-১ গোলে হারিয়েছে সাউদ্যাম্পটনকে। ম্যানসিটির পক্ষে দুটি গোল করেছেন আরলিং হলান্ড। এর মধ্যে ৬৮ মিনিটের গোলটি করেছেন বাইসাইকেল কিকে। এ গোলটার পর গার্ডিওলা বলেছেন, হলান্ড রোনালদোর মানের ফুটবলার। পাশাপাশি মেসিকে সেরা বলতেও ভুললেন না তিনি।

আরলিং হলান্ড গত বছর ম্যানসিটিতে নাম লেখানোর পর থেকে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন। আক্ষরিক অর্থেই গোল মেশিন হয়ে উঠেছেন তিনি। চলতি মৌসুমে লিগে ২৭ ম্যাচে ৩০ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ম্যানসিটির জার্সিতে হলান্ডের গোল ৩৮ ম্যাচে ৪৪টি। প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ ৪৪ গোল করার রেকর্ড আছে কেবল রুড ফন নিস্তলরয় (২০০৩ সালে ম্যানইউর জার্সিতে) এবং মোহাম্মদ সালাহর (২০১৮ সালে লিভারপুলের জার্সিতে)। মৌসুমে এখনো অন্তত ১৬টি ম্যাচ খেলার সুযোগ পাবেন আরলিং হলান্ড। রেকর্ডটাকে ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যাবেন তিনি! প্রিমিয়ার লিগেই ম্যাচ বাকি ৯টি। অ্যান্ডি কোল (১৯৯৩-৯৪ মৌসুমে ৩৪ গোল) ও অ্যালান শিয়ারারের (১৯৯৪-৯৫ মৌসুমে ৩৪ গোল) রেকর্ডটা নিজের করে নিতে পারেন হলান্ড। মাইলফলকটাকে অনেক দূর এগিয়েও নিতে পারেন তিনি। আরলিং হলান্ড সম্পর্কে পেপ গার্ডিওলা গত শনিবারের ম্যাচের পর বলেছেন, ‘হলান্ড রোনালদোর মানের ফুটবলার। তবে লিওনেল মেসি পূর্ণাঙ্গ ফুটবলার।’ অবশ্য আরলিং হলান্ডকে ‘গোলমেশিন’ বলে আখ্যা দিতেও ভোলেননি তিনি।

ম্যানচেস্টার সিটি এবার লিগে দুই নম্বরে অবস্থান করছে। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬৭ পয়েন্ট। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। দুই দলের মধ্যেই এবার ইংলিশ লিগে শিরোপার লড়াই চলছে।

 

সর্বশেষ খবর