মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বাফুফে ইস্যুতে নীরব পাপন

ক্রীড়া প্রতিবেদক

বাফুফে ইস্যুতে নীরব পাপন

২০০২ সালে ফুটবল থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করেছিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। ২১ বছর পর আরেকটি লজ্জাজনক ঘটনা ঘটল। ফিফার অনুদানের সঠিক হিসাব না দেওয়ায় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সভাপতি সালাউদ্দিন, সালামসহ ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগের দাবি তুলেছেন অনেকে। বিশেষ করে ক্রীড়াঙ্গন থেকে সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবিও উঠেছে।

অনেকে নানা মন্তব্য করছেন। কিন্তু সোহাগের নিষিদ্ধের ইস্যুতে পুরোপুরি নীরব বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে বাফুফের ইস্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে পাপন বলেন, নো কমেন্ট। বিষয়টি ফুটবলের। সুতরাং ক্রিকেটের অভিভাবক হিসেবে এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। আমি নিশ্চিত বাফুফেতে যারা আছেন, ক্রীড়া মন্ত্রণালয় আছে, নিশ্চয়ই তারা এটা দেখছেন। এখনই এটা নিয়ে মন্তব্য করা মানে আগাম কিছু বলে ফেলা। তাছাড়া আমি যা জানি না, তা নিয়ে কথা বলব কেন?

 

 

সর্বশেষ খবর