গত ১৪ এপ্রিল ফিফা নিষিদ্ধ করে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। এর তিন দিন পর বাফুফে তাকে আজীবন নিষিদ্ধ করে। সোহাগের বিরুদ্ধে অভিযোগ, তিনি ফিফার ফান্ডের অপব্যবহার করেছেন। দায়িত্ব ঠিকমতো পালন করেননি। সোহাগকে নিষিদ্ধ করার পাশাপাশি বাফুফে ১০ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে। সেই কমিটি গতকাল প্রথম সভা করে কাজ শুরু করল। এক মাসের মধ্যে তারা প্রতিবেদন তৈরি করবে।
বাফুফের গঠিত তদন্ত কমিটিতে ছিলেন চার সহসভাপতি, অভ্যন্তরীণ অডিট কমিটির তিনজন এবং ইলিয়াস হোসেন, সত্যজিৎ দাস রূপু ও জাকির হোসেন। এই ১০ সদস্যের মধ্যে দুই সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহী পদত্যাগ করেছেন। কমিটি এখন আট সদস্যবিশিষ্ট। এর মধ্যেও গতকাল বাফুফের সহসভাপতি ইমরুল হাসান ও ইলিয়াস হোসেন ব্যস্ততার জন্য উপস্থিত হতে পারেননি। কমিটির আরেক সদস্য হারুনুর রশিদ অস্ট্রেলিয়ায় অবস্থানের কারণে সভায় অংশ নিতে পারেননি। পাঁচজন নিয়ে গতকাল তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ সভার পর সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথম সভায় মূলত কার্যপরিধি ও পন্থা নিয়ে আলোচনা করি। সামনে আরও কয়েকটি সভা অনুষ্ঠিত হবে।’ তদন্ত চলাকালীন সবকিছু খুলে বলা যাবে না বলেও জানান তিনি। ফিফা ২০১৭-২০ সালের বাফুফের আর্থিক বিষয়ে তদন্ত করেছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করেছে ফিফা। বাফুফের তদন্ত কমিটি সে প্রতিবেদনকে ভিত্তি ধরেই কাজ করবে। প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের সামনের সভাগুলোয় ডাকা হবে। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর সঙ্গেও কথা বলবে তদন্ত কমিটি।