বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা

জমে উঠল ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক

জমে উঠল ক্রিকেট লিগ

শেখ জামালের সৈকত আলি ১০৮ রান করে ম্যাচসেরা হন

শেষের দিকে এসে দারুণ জমে উঠল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আগামী শনিবার আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যে যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে। নাটক জমিয়ে দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সুপার লিগের প্রথম ম্যাচে তারা শেখ জামালকে পরাজিত করেছিল। এতে ঢাকা আবাহনীর শিরোপা ফিরে পাওয়ার সম্ভাবনা জেগে উঠেছিল। কিন্তু তাদের সেই সহজ পথ কঠিন করে দিল গাজীই। গতকাল বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃষ্টিবিঘিœত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে গাজীর কাছে ৬ উইকেটে হেরে যায় আবাহনী। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী ৪৭.২ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায়। বৃষ্টির কারণে ৪৫ ওভারে গাজীর টার্গেট দাঁড়ায় ২১৪ রান। ৪ উইকেট হারিয়ে তারা জিতে যায়।

এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতেই শেখ জামাল ৫৯ রানে হারায় লিজেন্ড অব রূপগঞ্জকে। দুই হারে আবাহনী ও শেখ জামাল ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করেছে। নিট রান রেটে আবাহনী এগিয়ে আছে, কিন্তু শনিবারের ম্যাচে তা কাজে লাগবে না। যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে।

সংক্ষিপ্ত স্কোর

শেখ জামাল : ৫০ ওভারে ৩৫০/৫

লিজেন্ডস অব রূপগঞ্জ : ৪৬.১ ওভারে ২৫৫/৭

ফল : ডিএল মেথডে শেখ জামাল ৫৯ রানে জয়ী।

আবাহনী : ৪৭.২ ওভারে ২৪৬/১০

গাজী ক্রিকেটার্স : ৪১.৫ ওভারে ২১৪/৪

ফল : ডিএল মেথডে গাজী ক্রিকেটার্স

৬ উইকেটে জয়ী।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর