শুক্রবার, ১২ মে, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানকে হারাল টাইগার যুবারা

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে হারাল টাইগার যুবারা

প্রথম দুই ওয়ানডে ম্যাচে হেরে যায় বাংলাদেশ যুবদল। গতকাল হারলে পাকিস্তানের সিরিজ নিশ্চিত হয়ে যেত। তা আর হতে দেয়নি বাংলাদেশের যুবারা। রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে হারায় পাকিস্তানকে। পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ এখনো ১-২ ব্যবধানে পিছিয়ে আছে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই চাপে পড়ে। ব্যক্তিগত ২ রানে ওপেনার আজান ও আরেক ওপেনার শাহজাইব খান ৩ রানে আউট হয়ে যান। বাংলাদেশের বোলিং দৃঢ়তায় পাকিস্তান আর বড় সংগ্রহ করতে পারেনি। তৃতীয় উইকেটে আসে ৩১ রান। এরপর ১৮ রান যোগের পর আরও ৩ উইকেট হারায় সফরকারীরা। ষষ্ঠ উইকেটে ৪৩ রানের জুটি গড়ে দলকে বিপর্যয়ের হাত থেকে কিছুটা রক্ষা করেন সাদবেগ (৩৫) ও আরাফাত মিনহাজ (২৮)। শেষের দিকে আর কেউ জ্বলে না ওঠায় ১৫৪ রানে পাকিস্তানের ইনিংস থেমে যায়। বাংলাদেশের দৌলত ও ইমন ৩টি করে উইকেট পান। ২ উইকেট শিকার করেন জীবন।

এদিকে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫৯ রান করার পর প্রথম উইকেট হারায়। কোনো রান যোগ না করে আরেক ওপেনার আউট হলে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা। ১০০ রানের আগে আরও ২ উইকেটের পতন। ৬ উইকেট হারানোর পর দলকে জয় উপহার দেন মাহফুজ ও জীবন। আদিল বিন সিদ্দিক ৩৬, শিহাব ২৭, মাহফুজ ২৪ ও জীবনের ব্যাট থেকে আসে ২১ রান।

সর্বশেষ খবর