প্যারিস সেইন্ট জার্মেইন। পিএসজি নামেই ফুটবল দুনিয়ায় বেশি পরিচিত। ফরাসি এ ক্লাব কাতারি মালিকের অধীনে যাওয়ার পর তারকা ফুটবলারদের দলে ভেড়াতে শুরু করে। নেইমার, লিওনেল মেসি, এডিনসন কাভানিদের মতো তারকা ফুটবলাররা এ ক্লাবে খেলেছেন। ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলে নেইমারদের নিয়ে গড়া পিএসজি। সেবার ফাইনালে তারা হেরে যায় বায়ার্ন মিউনিখের কাছে। তবে পিএসজি ততদিনে বড় ক্লাব হিসেবে বিশ্ব ফুটবলে নিজেদের নাম লিখিয়েছে। নামিদামি কোচেরা এ ক্লাবে কাজ করেছেন। স্প্যানিশ কোচ লুইস এনরিক ২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর নতুন উদ্যমে ইউরোপ-সেরা হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করে পিএসজি। আগের মৌসুমে শেষ ষোলো খেলেই বিদায় নেন এনরিকের শিষ্যরা। চলতি মৌসুমেও তাদের কেউ শীর্ষ ফেবারিট ভাবেনি। তবে সব বাধা অতিক্রম করে ফাইনালে পৌঁছে গেছে পিএসজি। ৩১ মে মিউনিখের অ্যালাইঞ্জ অ্যারিনায় ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে ফরাসি ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ গোলে জয় পেয়েছিল পিএসজি। দ্বিতীয় লেগে প্যারিসে বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আর্সেনাল। তবে প্যারিসের প্রিন্সেস পার্কে গানাররা ফের পরাজিত হন। এবার ২-১ গোলে। ম্যাচের ২৭ মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় পিএসজি। ৭২ মিনিটে আশরাফ হাকিমির গোলে ব্যবধান দ্বিগুণ করে ফরাসি ক্লাবটি। ৭৬ মিনিটে বুকায়ো সাকার গোলে ব্যবধান কমায় আর্সেনাল। দুই লেগ মিলে ৩-১ ব্যবধানের জয়ে সেমিফাইনালের বাধা পাড়ি দিয়ে ফাইনালে পৌঁছে গেল পিএসজি। ইউরোপ-সেরা হওয়ার লড়াইয়ে দারুণ এক সুযোগ পেয়েছে ফরাসি ক্লাব। অ্যালাইঞ্জ অ্যারিনায় দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হতে যাচ্ছে। ২০১১-১২ মৌসুমের ফাইনালও অনুষ্ঠিত হয় এ মাঠে। সেবার স্বাগতিক বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি। ব্লুজখ্যাত দলটি সেবারই প্রথম চ্যাম্পিয়নস লিগ জয় করে। এরপর ২০২১ সালেও তারা চ্যাম্পিয়ন হয়। এবারও কি ফুটবলপ্রেমীরা অ্যালাইঞ্জ অ্যারিনায় নতুন চ্যাম্পিয়ন দেখবে চ্যাম্পিয়নস লিগে?