গতকাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। এবার ক্রীড়া উন্নয়নে বাজেট ধরা হয়েছে ১ হাজার ৩০৯ কোটি ৮৬ লাখ টাকা। যা গত অর্থবছরে সংশোধিত বাজেটের তুলনায় ৩২৪ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার টাকা কম। গত বছরের প্রস্তাবনায় ১ হাজার ২৮১ কোটি ৬৩ লাখ টাকা থাকলেও তা সংশোধিত হয়ে ১ হাজার ৬৩৪ কোটি ৪০ লাখ ৪৯ হাজার টাকায় বাজেটে উন্নীত হয়েছিল।