১৪ জুন পর্দা উঠেছিল ইউরো চ্যাম্পিয়নশিপের। গতকল বার্লিনে ইংল্যান্ড ও স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্যে দিয়ে টুর্নামেন্ট শেষ হলো। আয়োজক জার্মানি প্রায় বিশ্বকাপের সমক্ষক এই আসর সুষ্ঠুভাবে শেষ করতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। স্বাগতিকরা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও সফলভাবে ইউরো শেষ করেছে। বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কোনোরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রেখেছিল নিরাপত্তারক্ষীরা। দুপুর থেকেই জার্মান সেনাবাহিনীর বিশেষ টিম বার্লিন পুলিশের সঙ্গে পুরো স্টেডিয়াম ও তার আশপাশে বিশেষ তল্লাশি চালিয়েছে। নিরাপত্তার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও ব্যবহার করা হয়েছে। বার্লিন শহরজুড়ে চার হাজার পুলিশ মোতায়েন ছিল।
ফাইনাল দেখতে উপচে পড়া দর্শকের সমাগম ঘটবে তা আগে থেকেই নিশ্চিত ছিল আয়োজকরা। জার্মান পুলিশ খেলা শুরুর দুই ঘণ্টা আগে থেকেই শহরের বারগুলো বন্ধ করে দেয়। গাড়ি বা বাস চলাচল করলেও তা সীমাবদ্ধ ছিল নির্দিষ্ট এলাকার জন্য। জার্মানির বিভিন্ন শহরের পাবলিক অ্যারিনায় বড় পর্দার টেলিভিশনেও খেলা দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে। জার্মান সরকার বিভিন্ন দেশের সমর্থকদের সহযোগিতা করার ধন্যবাদ জানিয়েছে।