শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অলিম্পিক বক্সিংয়ে নারী-পুরুষ বিতর্ক

ইমালে খেলিফে

অলিম্পিক বক্সিংয়ে নারী-পুরুষ বিতর্ক

প্যারিস অলিম্পিকে শুরু থেকেই বিতর্কের শেষ নেই। আয়োজনের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সব কিছু ছাপিয়ে গেছে আরেক ঘটনা। বক্সিং ইভেন্টে পুরুষ না নারী এ বিতর্কে এখন বিশ্ব ক্রীড়াঙ্গন তোলপাড়। মেয়েদের বক্সিংয়ে বুধবার ৬৫ কেজি ক্যাটাগরিতে আলজেরিয়ার ইমালে খেলিফের মুখোমুখি হয়েছিলেন ইতালির অ্যাঞ্জেলা কারিনি। বেশ কয়েকটি আঘাত সহ্য করার পর অ্যাঞ্জেলা লড়াই থেকে সরে দাঁড়ান। লড়াই যখন মাত্র ৪৬ সেকেন্ড অতিবাহিত হয় তখনই হার মেনে নেন অ্যাঞ্জেলা। তার সঙ্গে হাত মেলাতে যান খেলিফে। কিন্তু অ্যাঞ্জেলা মেলাননি। তার সন্দেহ পুরুষ হয়েও নারী সেজে লড়াই করেছেন খেলিফে। এ অভিযোগ তোলার পর তদন্ত শুরু হয়েছে আলজেরিয়ান বক্সার সত্যিই কি নারী না অন্য লিঙ্গের। এর আগে একই অভিযোগে অন্য প্রতিযোগিতা থেকে বহিষ্কার হয়েছিলেন খেলিফে।

 

সর্বশেষ খবর