স্প্যানিশ লা লিগার লড়াই শুরু হচ্ছে আজ। নতুন মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অ্যাথলেটিক ও গেটাফে। বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাথলেটিকের মাঠ স্যান মেমেসে। এ ছাড়া আজ রাত দেড়টায় মুখোমুখি হবে রিয়াল বেটিস ও জিরোনা।
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্যই চলে সব সময়। অ্যাটলেটিকো মাদ্রিদ মাঝেমধ্যে লিগ শিরোপা জয় করলেও বার্সা-রিয়ালের আধিপত্যের সামনে তারাও বেশির ভাগ সময়ই আত্মসমর্পণ করে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ লা লিগা জয় করেছে। বার্সেলোনা তেমন লড়াই করতে পারেনি। ১০ পয়েন্টে পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছিল কাতালানরা। অ্যাটলেটিকো মাদ্রিদ হয় ৪ নম্বর। তৃতীয় স্থানে থেকে সবাইকে চমকে দেয় কাতালুনিয়ার আরেক ক্লাব জিরোনা। এবার লা লিগা থেকে বার্সা, রিয়াল, জিরোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে চ্যাম্পিয়ন্স লিগে।
প্রথমে ক্রিস্টিয়ানো রোনালদো এবং পরে লিওনেল মেসি চলে যাওয়ার পর লা লিগার আকর্ষণ অনেকটাই কমে গিয়েছিল। গত দুই মৌসুমে ফুটবলপ্রেমীরা লা লিগা নিয়ে কমই আলোচনা করেছেন। তবে চলতি মৌসুমে তারা আবারও আকর্ষণ ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র আগে থেকেই এ ক্লাবে ছিলেন। এবার যোগ হয়েছেন তরুণ এন্ডরিকও। বার্সেলোনায় লেবানডস্কিদের পাশাপাশি তরুণ ইয়ামাল আছেন। বর্তমানে তারকার অভাব নেই লা লিগায়।
এবারের মৌসুমটা ভালোই কাটবে স্প্যানিশ লিগের।
লা লিগার লড়াই শুরু হলেই সমর্থকরা এল ক্ল্যাসিকোর দিনক্ষণ গুনতে থাকেন। নতুন মৌসুমে লা লিগায় প্রথম এল ক্ল্যাসিকো হবে ২৭ অক্টোবর, রিয়ালের মাঠে। আগামী বছরের ১১ মে দ্বিতীয় এল ক্ল্যাসিকো হবে বার্সেলোনার মাঠে। বার্সা-রিয়ালের এ ম্যাচ দেখার অপেক্ষায় থাকেন দুনিয়ার প্রায় সব ফুটবলপ্রেমী। এবারে আকর্ষণ আরও একটি বেশিই থাকবে। কিলিয়ান এমবাপ্পে যোগ হয়েছেন রিয়াল মাদ্রিদে। তরুণ ইয়ামালরা কি এমবাপ্পেদের রুখতে পারবেন এবার!