ইংল্যান্ড এখন ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর খেলবে চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওয়ানডে খেলবে ৫টি ও টি-২০ খেলবে ৩টি। সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে ইংল্যান্ড। ইনজুরিতে পড়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। এজন্য টি-২০ সিরিজ খেলতে পারবেন না তিনি। তার বদলে ২০ ওভারের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ফিল সল্ট। অবশ্য ওয়ানডে সিরিজে অধিনায়ক বাটলার। জুলাইয়ে ‘দ্য হান্ড্রেড’ খেলার সময় ডান পায়ের কাফ ইনজুরিতে পড়েন বাটলার। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। তার জায়গায় নেওয়া হয়েছে জেমি ওভারটনকে।