পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসে টুইটুম্বুর টাইগার ক্রিকেটাররা। এ আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল ভারতের মাটিতে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। ভারত সফরে দুটি টেস্ট খেলবে টাইগাররা চেন্নাই ও কানপুরে। সাদা পোশাক ও লাল বলে জাতীয় দলের পক্ষে খেলার জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। সিলেটের ছেলে অনিক এই প্রথম টেস্ট খেলতে ডাক পেলেও জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে আগেই। টাইগারদের পক্ষে সাদা বল ও রঙিন পোশাকে এর মধ্যেই ১৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। প্রথমবারের মতো টেস্ট খেলার সুযোগ পেয়েছেন জাকের। প্রতিপক্ষ পরাক্রমশালী ভারত। শক্তির বিবেচনায় অনেক এগিয়ে ভারত। প্রতিবেশীর বিপক্ষে এখন পর্যন্ত টেস্ট খেলেছে ১৩টি। কিন্তু জয়ের স্বাদ পায়নি একটিও। ড্র সাকল্যে ২টি। তারপরও ভারতের বিপক্ষে এবার ভালো করার সম্ভাবনা দেখছেন ৪৯ প্রথম শ্রেণির ম্যাচে ২৮৬২ রান করা জাকের। তিনি বলেন, ‘ভারতীয় বোলারদের নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। চ্যালেঞ্জ থাকবে। তবে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে।’
জাকের ১৭ টি-২০ ম্যাচে ২৪৫ রান করেছেন। খেলেছেন আক্রমণাত্মক মেজাজে। তাকে দলে নেওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। নির্বাচক হান্নান সরকার ব্যাখ্যা দিয়েছেন, ‘এর মধ্যেই নিজের জাত চিনিয়েছেন জাকের। সুযোগ পেয়েছেন টেস্ট স্কোয়াডে। উইকেট, কন্ডিশনের বিবেচনায় কুঁচকির টানে বাদ পড়া বাঁ হাতি পেসার শরিফুল ইসলামের পরিবর্তে জাকেরকে দলে নেওয়া হয়। জাতীয় দলে ডাক পেয়েছে মূল আট নম্বর ব্যাটার হিসেবে। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংও করে।’ টিম ম্যানেজমেন্ট জাকেরের ওপর আস্থা রেখেছেন। সেই আস্থার প্রতিদানও দিতে চান ২৬ বছর বয়সি ক্রিকেটার জাকের, ‘স্কোয়াডে যেহেতু নির্বাচিত হয়েছি, উনারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স।’
চলতি বছরের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলে নিজের জাত চেনান। এরপর থেকে জাকের স্বপ্ন দেখছেন টেস্ট ক্রিকেটে খেলার। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ যখন টেস্ট সিরিজ খেলায় ব্যস্ত, তখন জাকের আলী বাংলাদেশ ‘এ’ দলে হয়ে পাকিস্তান লায়ন্স বা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ইসলামাবাদে চার দিনের ম্যাচ খেলছিলেন। এক ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলেন। যা তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। টেস্ট দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত জাকের। তিনি বলেন, ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ২০১৭ সাল থেকে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওই রকম প্রক্রিয়ায়ই আগাই।’ নিজে প্রস্তুত। ভারতের বিপক্ষে দল ভালো করবে আত্মবিশ্বাস রয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা জাকেরের, ‘যেহেতু পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজটা খুব ভালো গেছে, সেই আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। আমার মনে হয়, এ বছর আমাদের চেষ্টা থাকবে, আমরা দল হিসেবে আগে কখনো করতে পারিনি, সেটা করার চেষ্টা থাকবে।’
পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট টাইগাররা জিতেছে ১০ উইকেটে। দ্বিতীয় টেস্ট জিতেছে ৬ উইকেটে। টানা দুই জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা। যদিও এবারই প্রথম চেন্নাই ও কানপুরে টেস্ট খেলবে। একেবারে অপিরিচিত উইকেট। জাকের আত্মবিশ্বাসী। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক মনে করেন, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলেও সিরিজে ভারত ফেভারিট। চেন্নাইয়ে প্রথম টেস্ট ১৯-২৩ সেপ্টেম্বর এবং কানপুরে দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর।