জাতীয় দলে কিছু দিন ধরেই সাকিব আল হাসানের ব্যাট হাসছে না। তবে বল হাতে ভালোই করছেন তিনি। বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার যদি দুই ডিপার্টমেন্টে জ্বলে উঠতে না পারেন তা কি মানায়? আগামীকাল থেকে চেন্নাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এ সিরিজে আরেকটি মাইলফলক স্পর্শ করতে পারেন সাকিব। টেস্টে তার উইকেটের সংখ্যা ২৪২টি। ভারতের বিপক্ষে ৮ উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেট পাবেন। ৪ হাজার রান আগেই পেরিয়েছেন সাকিব। এতে টেস্ট মর্যাদাকর এক ক্লাবে জায়গা পেয়ে যাবেন। টেস্টে ৪ হাজার রান ও ২৫০ উইকেট সংগ্রহ করবেন সাকিব। এখন পর্যন্ত যে ক্লাবে সদস্য সংখ্যা মাত্র চারজন।
১৯৮৪ সালে সবার আগে এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম। এ কিংবদন্তি ক্রিকেটার ২৫০ উইকেটের মাইফলক ছুঁয়েছিলেন ১৯৮২ সালে। দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ হাজার রানের মাইলফক স্পর্শ করেন বোথাম। টেস্ট ক্যারিয়ারে সেটি ছিল ৬৯তম। বোথাম ছাড়াও কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্রোরি টেস্টে ৪ হাজার রান ও ২৫০ উইকেট পেয়েছেন।