আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এরই মধ্যে ভিনিসাসের ব্যালন ডি’অর জয়ের খবর বেরিয়েছে ইউরোপীয় মিডিয়ায়। কয়েক দিন আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা শিরোনাম করেছে- বিশ্বের ১ নম্বর হওয়ার লড়াইয়ে সবচেয়ে যোগ্য ভিনিসাস। তাদের অনলাইন শিরোনাম- ‘প্যারিসে সোনায় মোড়ানো ভিনিসাস।’ রিয়াল মাদ্রিদের এ ব্রাজিলিয়ান তারকা কতটা এগিয়ে আছেন, তা বোঝাই যায়। এ বছর ফুটবলের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর-এর ৬৮তম জয়ী কে হচ্ছেন আনুষ্ঠানিকভাবে তা জানা যাবে আজ মধ্য রাতে। প্যারিসের থিয়েটার ডু শাটালেটে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা করবে সেরা ফুটবলারের নাম। প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে এটি অর্জনের। তাই বছর শেষে কে পাচ্ছেন বর্ষসেরা এ পুরস্কার, যার জন্য অপেক্ষায় খেলোয়াড়সহ পুরো ফুটবল বিশ্ব। গত দেড় দশক মেসি (৮টি) ও রোনালদোর (৫টি) আধিপত্য ছিল এই পুরস্কারে। তবে এ বছর তাদের কেউ সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পাওয়ায় স্বভাবতই ফুটবল দুনিয়া নতুন কারও হাতেই ব্যালন ডি’অর উঠতে দেখবে। পুরস্কার জয়ের দৌড়ে আছেন ব্রাজিলের ভিনিসাস জুনিয়র, ইংলিশ তারকা জুড বেলিংহাম এবং স্প্যানিশ তারকা রডরি। রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন ভিনি ও বেলিংহাম। অন্যদিকে স্পেনের ইউরো কাপ জয়ের বড় ভূমিকা রেখেছেন রডরি। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। পাশাপাশি ম্যানসিটির সাফল্যের পেছনেও ভূমিকা ছিল রডরির। এ ছাড়া তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখা আর্লিং হলান্ড। তবে সবচেয়ে এগিয়ে রিয়াল তারকা ভিনি। তিনি রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে করেছেন ২৪ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। গত মঙ্গলবার বুরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ৫-২ গোলে জয়ের ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করেন এ ব্রাজিলিয়ান। এরপরই রিয়ালের কোচ দাবি করেন এবার ব্যালন ডি’অর পাবেন ভিনিই। তিনি ভিনিকে ‘এক্সট্রা অর্ডিনারি’ বলেও উল্লেখ করেন। সমানতালে এগিয়ে আছেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। এদিকে অতিমানবীয় হয়ে উঠছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হলান্ড। একাই প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিচ্ছেন ম্যানসিটির এ তারকা। এ মৌসুমে ৯ ম্যাচে ১১ গোল করে আছেন সবার শীর্ষে। তবে মনোনয়ন না পেয়ে হতাশ রিয়াল মাদ্রিদ তারকা স্ট্রাইকার রদ্রিগো গোজ। গত মৌসুমে স্প্যানিশ ক্লাবের হয়ে ৫১ ম্যাচে ১৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট ছিল ৯। তাই এখন দেখার পালা মনোনয়নপ্রাপ্ত ৩০ খেলোয়াড়ের মধ্যে কে পান বর্ষসেরার ব্যালন ডি’অর পুরস্কার।
শিরোনাম
- বার্সা ম্যাচের আগে চোটে ছিটকে গেল পিএসজি তারকা
- সায়েদাবাদে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
- স্বৈরশাসক দেশটাকে ধ্বংস করে গেছে: তৃপ্তি
- আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো গ্র্যান্ড সুফী নাইট
- দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় কূটনীতিকদের ওয়াকআউট
- জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে খেলাফত মজলিসের দেশব্যাপী বিক্ষোভ
- ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ২৯ বাংলাদেশিকে
- যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে, তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : নবীউল্লাহ নবী
- ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ঢাবির সুনাম ক্ষুণ্ন করেছে : ঢাবি সাদা দল
- কুমার নদে নৌকাবাইচে মানুষের ঢল
- চাকসু নির্বাচন: রবিবারের মধ্যে সব প্যানেলই ইশতেহার প্রকাশের প্রস্তুতি
- চুয়াডাঙ্গায় দুর্গাপূজায় বিএনপির শুভেচ্ছা উপহার বিতরণ
- ডাকসু ভোট : প্রশাসনের জবাবে ‘অভিযোগ এড়ানোর কৌশল’ দেখছে ছাত্রদল
- মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
- বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- শীতকালীন সবজিতে হাত পুড়ছে ক্রেতার
- প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির বিবৃতি ভুল তথ্যে তৈরি : প্রেস সচিব
- দেশের প্রেক্ষাগৃহে ডিক্যাপ্রিওর নতুন সিনেমা
- শাহজালাল বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে
কে পাচ্ছেন ব্যালন ডি’অর
এরপরই রিয়ালের কোচ দাবি করেন এবার ব্যালন ডি’অর পাবেন ভিনিই। তিনি ভিনিকে ‘এক্সট্রা অর্ডিনারি’ বলেও উল্লেখ করেন। সমানতালে এগিয়ে আছেন ইংলিশ তারকা জুড বেলিংহাম
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর