এএইচএফ কাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। গতকাল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজের দল ৫-১ গোলে হারিয়েছে কাজাখস্তানকে।
এশিয়া কাপ হকির বাছাইপর্ব হিসেবে খেলা হয় এ টুর্নামেন্ট। এখানে ফাইনালিস্ট দল এশিয়া কাপে খেলার সুযোগ পায়। বাংলাদেশই এ টুর্নামেন্টের সেরা দল। ১৯৯৭ সালে শুরু হওয়া এ টুর্নামেন্ট এখনো পর্যন্ত মাঠে গড়িয়েছে ছয়বার। এর মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দুবার চ্যাম্পিয়ন হয়েছে হংকং। গত চারবার টানা শিরোপা জয় করেছে বাংলাদেশ। গতবার ফাইনালে ওমানকে হারিয়েছে। এবারও ফেবারিট হিসেবেই খেলতে গেছে পুষ্কর খিসারা। গতকাল নিজেদের প্রথম ম্যাচেই জাত চিনিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে কাজাখস্তান বেশ প্রতিরোধ গড়ে তোলে। পাল্টা আক্রমণও চালায় তারা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে থাকেন। প্রথম কোয়ার্টারে কোনো গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই একটি করে গোল করে। বাংলাদেশের পক্ষে আশরাফুল ইসলাম ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ছয় মিনিট পর কাজাখস্তানের আজিমতাই দুইসেনগাজি পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে সমতায় ফেরান। পরের কোয়ার্টারে বাংলাদেশ তিনটি গোল করে। ৩৮ মিনিটে নাইম উদ্দিন পেনাল্টি কর্নার থেকে গোল করেন। পরের মিনিটেই ফিল্ড করেন রাকিবুল হাসান। ৪৪ মিনিটে সোহানুর সবুজ পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করে ব্যবধান ৪-১ করেন। শেষ কোয়ার্টারে বাংলাদেশ জয়ের ব্যবধান আরেকটু বাড়ায়। ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন আশরাফুল ইসলাম। বাংলাদেশ পুল বিতে খেলছে। এই পুলে আছে থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়াও। বাংলাদেশ নিজেদের পরের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইন্দোনেশিয়ার।