আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দারুণ পারফর্ম করছে বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জয় করে টাইগাররা। চলতি বছরেও জয়যাত্রা ধরে রেখেছেন তারা। আরব আমিরাতের বিপক্ষে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় পেয়েছেন ২৭ রানে। আজ একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আরব আমিরাত। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছেন লিটন দাসরা। কিছুদিন আগে টি-২০ ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব পাকাপোক্ত হয়েছে লিটনের। অন্তত আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব তার কাঁধেই। প্রথম মিশনে নেমে জয়ের পর অধিনায়ক লিটন বললেন, আত্মবিশ্বাস ছিল। যেভাবে সবাই বল করেছে এবং মাথা ঠান্ডা রেখেছে, অসাধারণ হয়েছে। ম্যাচটা কঠিন করে তুলেছিলেন আরব আমিরাতের ব্যাটাররা। তবে মুস্তাফিজরা বোলিংয়ে কুপোকাত করেছেন প্রতিপক্ষকে। ডেথ ওভারে বোলিংয়ে এসে দারুণ করেছেন মুস্তাফিজ। দুই ওভারে মাত্র ৭ রান দেন তিনি। হাসান মাহমুদ এবং মেহেদিরাও ভালো করেছেন। তবে ব্যাটিং নিয়ে প্রশ্ন রয়েই গেল। পারভেজ একাই ৫৪ বলে ৯ ছক্কায় ১০০ রান করেন। বাকিদের মধ্যে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত থেকে! লিটন দাসও এখানে কিছুটা বিস্মিত।
বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে জিততেই পারে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির টি-২০ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯ নম্বরে আছে ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে। অন্যদিকে আরব আমিরাত ১৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে অবস্থান করছে। শনিবারের ম্যাচের আগেও তিনবার টি-২০ ক্রিকেটে আরব আমিরাতকে হারিয়েছে টাইগাররা। সামনেই পাকিস্তান সিরিজ। কঠিন এ লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী হয়ে ওঠা ভালো বটে। তবে আরব আমিরাতের মতো দলের বিপক্ষেও ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। অবশ্য আজ দ্বিতীয় সুযোগ পাচ্ছেন লিটনরা। এ ম্যাচে ব্যাটাররা কী করেন তাই দেখার বিষয়। প্রথম ম্যাচে সেঞ্চুরিম্যান পারভেজ ইমনের মান বাঁচিয়েছেন তো বোলাররা। আজকের ম্যাচে কী অপেক্ষা করছে?