রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হচ্ছে। তারপরও জামাল ভূঁইয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। দীর্ঘদিন ধরে লাল-সবুজ দলের নেতৃত্বে আছেন প্রবাসী এ ফুটবলার। সবাইকে পেছনে ফেলে নেতৃত্বের রেকর্ডও গড়েছেন। জামাল যখন জাতীয় দলের অধিনায়ক হন তখন তার পারফরম্যান্স ছিল তুঙ্গে। এখন সেই মান নিয়ে খেলতে পারছেন না। কেউ কেউ বলেন, যে পারফরম্যান্স তাতে জাতীয় দলের স্কোয়াডে থাকার কথা না জামালের। তারপরও তিনি থাকছেন এবং অধিনায়কের দায়িত্বও পাচ্ছেন। সত্যি যদি পারফরম্যান্সে ঘাটতি থাকে তাহলে স্কোয়াডে নেওয়া হচ্ছে কেন বা নেতৃত্ব দেওয়া হচ্ছে কেন? আর যখন অধিনায়কই করা হচ্ছে তখন শুরুতেই সেরা একাদশে জামালকে রাখা হচ্ছে না কেন? মূলত বদলি হিসেবে তার দেখা মিলছে।
জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির এক সদস্য জানালেন, জামাল আরও আগেই জাতীয় দলে খেলার যোগ্যতা হারিয়েছে। কোচরাও তার পারফরম্যান্সে সন্তুষ্ট নন। কিন্তু সভাপতি থাকা অবস্থায় কাজী সালাউদ্দিনের বড্ড পছন্দের খেলোয়াড় জামাল। তিনি নাকি এটাও বলতেন, না খেলুক তবু জামালকে অধিনায়ক রাখতে হবে। তার মতো স্মার্ট ফুটবলার দ্বিতীয়টি নেই। ভালো ইংরেজিও বলতে পারে। অধিনায়ক হিসেবে তো তাকেই মানায়। ক্যাবরেরা কোচের দায়িত্ব নেওয়ার পর নাকি জামালকে ক্যাম্পেই রাখতে চাননি। সালাউদ্দিনের নির্দেশনায় জামালই ছিল অটো চয়েস। জামাল ঘরোয়া ফুটবলে কোনো শীর্ষ ক্লাবে নেই। দলবদলে তাকে নিয়ে আলোচনাও হয় না। এতে স্পষ্ট হয়ে ওঠে তার পারফরম্যান্স কোন পর্যায়ে।
১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৯ মে পেশাদার লিগ শেষ হওয়ার পরই জাতীয় দলের ক্যাম্প। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা। ক্যাম্পে কারা ডাক পাবেন তা নিশ্চিত নয়। কোচ হাভিয়ের কাবরেরা লিগের পারফরম্যান্স দেখেই খেলোয়াড় বাছাই করবেন। প্রশ্ন হচ্ছে এ তালিকায় জামাল কি থাকবেন? দ্বিতীয় লেগে তো তিনি ব্রাদার্স ইউনিয়নে যোগ দেন। তার পারফরম্যান্স কি ক্যাম্পে ডাক পাওয়ার মতো। এরপরও নাকি অটো চয়েস জামাল।
তবে কেউ কেউ বলেন জামালকে অধিনায়াক করা হয় দলের শৃঙ্খলা ঠিক রাখতে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারেন।
সালাউদ্দিন নেই এরপরও নাকি বাফুফের আলাদা নজর থাকায় শুধু স্কোয়াডেই থাকবেন না। জামালই হবেন অধিনায়ক। এখন আবার গুঞ্জন উঠেছে হামজা দেওয়ান চৌধুরী নাকি চাচ্ছেন জামালকে একাদশে দেখতে। ঘটনা যদি সত্যি হয় তাহলে রিজার্ভ বেঞ্চের বদলে এবার শুরুতেই জামালকে দলে দেখা যেতে পারে।