বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সাঁতারুরা দাপটে এগিয়ে চলেছেন। গতকাল দ্বিতীয় দিনেই তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। প্রতিষ্ঠানটি যে চ্যাম্পিয়ন হচ্ছে তা নিশ্চিত। ৩৪ সোনা, ৩৫ রোপ্য ১৪ তামা নিয়ে বিকেএসপি শীর্ষে অবস্থান করছে। বগুড়া সুইমিং ক্লাব ২ সোনা, ৪ রৌপ্য, ৫ তামা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। পরের অবস্থানে আলমগীর সুইমিং ক্লাব। তারা ২ সোনা, ১ রৌপ্য ও ৩ তামা জিতেছে। ড্যাফোডিল সুইমিং ক্লাব, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, বগুড়া সুইমিং সেন্টার ও আমলা সুইমিং ক্লাব দুটি করে সোনা জিতেছে।
মিরপুর সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় দিনে সাঁতারে ২৮ ও ডাইভিংয়ে দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে নতুন রেকর্ড হয় একটি। ডাইভিংয়ে ছেলেদের এক মিটার ¯িপ্রংবোর্ডে বিকেএসপির মো. মেহেদি হাসান সোনা জেতেন। তিনি নতুন রেকর্ড গড়েন। ভাঙেন ২০২৪ সালে গড়া মো. হোসেনের রেকর্ড।