বাংলাদেশে নেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মেলবোর্নে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ঢাকায় ফেরার কথা ১৭ আগস্ট। দেশে না থাকলেও গতকাল প্রায় ৬ ঘণ্টার জুম মিটিংয়ে সভাপতিত্ব করেন বুলবুল। দীর্ঘ বৈঠকে ১৪টি এজেন্ডা ছিল। সবগুলোই ছিল ক্রিকেট সংশ্লিষ্ট। ক্রিকেট বোর্ডের সম্পৃক্ততা না থাকলেও আলোচনায় ছিল ফুটবল। বিসিবির পরিচালকরা গতকালের সভায় চূড়ান্ত করেন, বাংলাদেশ ফুটবল দলের অন্যতম সেরা তারকা ঋতুপর্ণা চাকমাকে একটি বাড়ি উপহার দেবেন। নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। বাছাইপর্বে মিয়ানমারের মতো শক্তিশালী প্রতিপক্ষকে টপকাতে ঋতুপর্ণার অবদান ছিল। সেজন্যই তাকে একটি বাড়ি তৈরি করে উপহার দিচ্ছে বিসিবি। গতকাল বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকে বাংলাদেশের চিফ কিউরেটর হিসেবে চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়ান বংশো™ভূত অ্যান্থনি টমি হেমিংকে। এতে কিউরেটর গামিনি ডি সিলভার যুগের অবসান হচ্ছে। দীর্ঘদিন ধরে গামিনি মিরপুরের চিফ কিউরেটর হিসেবে কাজ করছিলেন। তার বিপক্ষে দুর্নীতি কিংবা যথেচ্ছাচারের কোনো অভিযোগ নেই। কিন্তু মিরপুরের উইকেট নিয়ে বিস্তর অভিযোগ ছিল। সদ্য সমাপ্ত বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ শেষে উইকেট নিয়ে অভিযোগ করেন সফরকারী কোচ মাইক হেসন। তিনি স্পষ্ট ভাষায় জানান, মিরপুরের উইকেটে খেলে টি-২০ এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ভালো হবে না। এরপরই কপাল পুড়েছে গামিনির। হেমিং এর আগে ২০২৩ সালে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বিসিবির সঙ্গে। কিন্তু এক বছর পেরোনোর আগেই গামিনির সঙ্গে বনিবনা না হওয়ায় চাকরি ছেড়ে চলে যান। এরপর পিসিবির চিফ কিউরেটর হন। এর আগে শারজাহর চিফ কিউরেটর ছিলেন। গতকালের সভায় পাওয়ার হিটিং স্পেশালিস্ট কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জুলিয়ান উডকে। জাতীয় ক্রিকেট লিগে এবারই প্রথম খেলবে ময়মনসিংহ বিভাগ। দলটি জাতীয় ক্রিকেটে খেলবে ঢাকা মেট্রোপলিটনের পরিবর্তে। দলটি চার দিনের ম্যাচ খেললেও টি-২০ ফরম্যাটে খেলবে না।
শিরোনাম
- ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
- পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের
- ‘আমি সুন্দর হবো’ কনসার্টে গাইবেন সায়ান
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- সাময়িক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা