২০২৪ সালে সার্বিয়ার একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হন। পরে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয় ৪০০টিরও বেশি শহরে। তখন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন নোভাক জকোভিচ। এবার তিনি তার পরিণতিও ভোগ করছেন। সরকারের চাপ আর সরকারপন্থি গণমাধ্যমের সমালোচনায় এতটাই বিপাকে পড়েছেন যে পরিবার নিয়ে গ্রিসে যাওয়ার কথা ভাবছেন তিনি।
জার্মান সংবাদমাধ্যম ‘নই জ্যুরশে জাইটং’ জানায়, সার্বিয়ান সরকার জকোভিচকে ‘লক্ষ্যবস্তু’তে পরিণত করেছে।