ড্রেসিং রুম থেকে মাঠে নামতেই ছেঁকে ধরলেন মিডিয়াকর্মীরা। সবাই জানতে চাইলেন, বলটি 'নো' ছিল কি না? প্রশ্ন শুনেই হাসলেন এক ক্রিকেটার। এরপর বললেন, 'না, ব্যাটসম্যানদের কোনো দোষ নেই। সব দোষ আম্পায়ারের।' শুধু তিনিই নন, ম্যাচের দিন হতাশা মেশানো কণ্ঠে একই কথা বলেছিলেন আরেক ক্রিকেটার। বলেই থেমেছিলেন না, ক্ষুব্ধ কণ্ঠে জানতে চেয়েছিলেন, আম্পায়াররা কেন শুধু বাংলাদেশের বিপক্ষে এমন আচরণ করেন? তৃতীয় আম্পায়ারের বাজে সিদ্ধান্তেই প্রথম টি-২০ ম্যাচটি ২ রানে হেরে যায় বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচ। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে আর কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ নেই টাইগারদের। তাই বিশ্বকাপের আত্মবিশ্বাসের পারদটাকে উপরের দিকে নিয়ে যেতে এর চেয়ে ভালো কোনো উপলক্ষ নেই মাশরাফিদের। সে হিসেবে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোর ম্যাচও বলা যায় আজকের ম্যাচটিকে।
আগামী ১৬ মার্চ শুরু টি-২০ বিশ্বকাপ। প্রথম রাউন্ডের বেড়া ডিঙ্গালেই চূড়ান্ত পর্বে খেলবে টাইগাররা। আজকের পর আর কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক টি-২০ ম্যাচ নেই ক্রিকেটারদের। যদিও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে দুটি। যাতে থাকবে না কোনো প্রতিদ্বন্দ্বিতার আমেজ। তাই আজকের ম্যাচ দিয়েই বাড়াতে হবে আত্মবিশ্বাস। সেটা করতেই মরিয়া টাইগাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ৭ উইকেটে ১৬৮ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছিল ১৬৬ রানে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। ১৪ রান নিতে পেরেছিলেন এনামুল হক বিজয়। শেষ বলে তিন রান দরকার হলেও নিতে পারেননি এনামুল। আজ সব ভুলে নতুনভাবে মাঠে নামতে চায় দল। সেটাই জানান এনামুল, 'আগের ম্যাচ এখন অতীত। এখন আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আমাদের সব লক্ষ্য এখন কালকের (আজ) ম্যাচকে ঘিরে।' প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল দুই তরুণ আরাফাত সানি ও মো. মিঠুন আলীর। সব চাপ সামলে অসাধারণ বোলিং করেন আরাফাত। তিন ওভারে ১৭ রানের খরচে নেন ২ উইকেট। তবে ব্যর্থ ছিলেন মিঠুন। কোনো রান করার আগেই ফিরেছিলেন সাজঘরে। টি-২০ বিশ্বকাপের আগে দল গুছিয়ে নিতে প্রধান নির্বাচক ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে চাইছেন দলের সবাইকে। তাই আজ পরিবর্তন আসতে পারে একাদশে। দেখা যেতে পারে একাধিক ক্রিকেটারকে। বসে থাকতে হতে পারে অলরাউন্ডার ফরহাদ রেজা ও মিঠুনকে। মিঠুনকে বাদ দেওয়া হলে উইকেটের পিছনে দাঁড়াবেন এনামুল। ব্যাটিং শক্তি বাড়াতে জায়গা হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের। ফরহাদের জায়গায় দেখা যেতে পারে রাজশাহীর সাবি্বর রহমান রুম্মনকে। অবশ্য ৩ ওভারে ২৯ রান দেওয়া সোহাগ গাজীও বসে থাকতে পারেন সাজঘরে। তার জায়গায় একাদশে ফিরতে পারেন চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান মুমিনুল হক সৌরভ।