শেষ বলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে বহু। মুশফিকুর রহিম শেষ বলে ছক্কা মেরে ক্যারিবীয়দের বিপক্ষে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছিলেন টাইগারদের। আবার শারজাহতে শেষ বলে ছক্কা মেরে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। সে হিসেবে কাজটা একটু সহজই ছিল এনামুল হক বিজয়ের। জয়ের জন্য শুধু একটি বাউন্ডারি হাঁকালেই হতো। যদিও প্রয়োজন ছিল তিন রান। থিসারা পেরেরার ফুলটসে বাউন্ডারিটা হাঁকাতে পারলেই হয়ে যেতেন ইতিহাস এবং সেই কাজটাই করতে চেয়েছিলেন পরশু। চেষ্টার সর্বোচ্চটুকু দিয়ে হাঁকিয়েছিলেনও। কিন্তু হয়নি। হয়েছেন আউট। ২ রানে হেরে যায় প্রিয় দল বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। আজ যদি একই অবস্থার তৈরি হয়, তাহলে আর ভুল করতে চান না এনামুল। সোজা সীমানা ছাড়া করতে চান বলটিকে।
জয়ের দ্বারপ্রান্তে এসে হেরে যাওয়ায় ক্রিকেটারদের মনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। হতবিহ্বল ক্রিকেটাররা টি-২০ ম্যাচটিকে ঝেড়ে ফেলতে চান। জয়-পরাজয় খেলার অংশ মেনেই সামনে তাকাতে চান। কাল অনুশীলনের আগে মিডিয়ার মুখোমুখিতে অতীতকে মনে না রাখার কথাই বললেন এনামুল, ‘দ্বারপ্রান্তে এসে হেরে যাওয়ায় মনটা অবশ্যই খারাপ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কালকের (পরশু) দিনটা চলে গেছে। আগামীকাল(আজ) কি করা যায়, সেটাই ভাবছি।’ শেষ ওভারে জয়ের জন্য দরকার ১৭ রান। প্রথম পাঁচ বলে তুলে নেন তিন চারে ১৪ রান। শেষ বলে দরকার ৩ রান। এমন পরিস্থিতিতে নার্ভের উপর বাড়তি চাপ পড়া স্বাভাবিক। হেরে মন খারাপ থাকলেও নার্ভের উপর বাড়তি কোনো চাপ ছিল না জানান এনামুল, ‘সবকিছু ঠিক থাকার পরও জেতাতে পারলাম না। একটুতো খারাপ লাগছেই। অল্প সময়ের জন্য হতাশ হয়েছিলাম। কিছু কিছু সময় ফুলটস, হাফভলি বলও ব্যাটসম্যানরা মিস করেন। এটা খেলাই অংশ। নার্ভের কিছু নয়। প্রয়োজনীয় ১৭ রানের মধ্যে ১৪ রান নিয়ে যেহেতু ওভারকাম করে ফেলেছিলাম, তাই নার্ভের উপর বাড়তি কোনো চাপ ছিল না। তবে বলটি আমার মতো পেলে হয়তো বাউন্ডারিই মারতাম।’ শেষ বলে দরকার তিন রান। অপেক্ষা করছেন এনামুল। আর বোলিং অ্যান্ডে পেরেরাকে পরামর্শ দিচ্ছেন কুমার সাঙ্গাকারা, তিলকারতেœ দিলশান, ল্যাসিথ মালিঙ্গা, দিনেশ চন্ডিমলরা। অভিজ্ঞ ক্রিকেটারদের পরামর্শ নিয়ে বোলিংয়ে এসেই ফুলটস করলেন থিসারা। ফুলটস বলটিকে ঠিকমতো খেলতে পারেননি এনামুল। ব্যাটের কানায় লেগে বল উঠে যায় আকাশে। ফিরতি ক্যাচ ধরেন থিসারা নিজেই। অপেক্ষায় থাকার পরও এনামুল বুঝতে পারেননি কেমন হবে বলটি। কাল সেটা অকপটেই স্বীকার করেছেন ৪৫ বলে ৫৮ রান করা এনামুল, ‘আমি ভেবেছিলাম বলটি ইয়র্কার কিংবা সেøায়ার হবে। আমি অনেক কিছুই চিন্তা করে রেখেছিলাম। যেভাবেই বল আসুক না কেন, আমার চিন্তা ছিল যেন বাউন্ডারি মারতে পারি।’ বলটি মেরেছিলাম কিন্তু সীমানা ছাড়া হয়নি। আউট হন। বলটি ফুলটস বলে অনেকেই বলছেন ‘নো’ বল। সে প্রসঙ্গে সরাসরি কিছুই বলতে চাইলেন না তিনি, ‘এটা সম্পূর্ণ আম্পায়ারের সিদ্ধান্ত। নো, ওয়াইড, লেগ বিফোর, রান আউট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত প্রসঙ্গে কোনো কিছু বলা ঠিক নয়। আমি চেষ্টা করেছিলাম মাচটি জিততে। দুর্ভাগ্যবশত ম্যাচটি আমাদের হাতছাড়া হয়ে গেছে।’ বলটি নিয়ে নিজের ব্যক্তিগত মত দিতে যেয়ে বলেন, ‘এখানে কিছুই বলার নেই। আমার মনে হয়ে আমি ভুল করেছি। ব্যাটিং করার সময় আমি কিছুই বুঝিনি। তবে সাজঘরে ঢুকার পর অনেকেই অনেক কিছু বলেছে। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’ আগেরবার না পারলেও পরের ম্যাচে সুযোগটাকে হেলায় হারাতে চান না এনামুল। তিনি বলেন, প্রথম ম্যাচ জেতাতে না পারায় দর্শকরা আমার ওপর ক্ষুব্ধ। আশা করি, ভালোবাসার দিনে ভালো খেলে দেশবাসীর ভালোবাসা কুড়াব।
শিরোনাম
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
ভালোবাসার দিনে ভালোবাসা চান এনামুল
আসিফ ইকবাল, চট্টগ্রাম থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
২ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
৩ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার