অ্যাশেজ সিরিজে মিচেল জনসনের কীর্তির কথা সবার জানা। একাই ধসিয়ে দিয়েছিলেন ইংল্যান্ড। পাঁচ ম্যাচে ৩৭ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড়। আর অ্যাশেজে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই যেন দক্ষিণ আফ্রিকায় শুরু করলেন অসি এই তারকা পেসার। সেঞ্চুরিয়নে কাল প্রথম ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছেন। প্রোটিয়াদের পতন ঘটা প্রথম তিন উইকেটের তিনটিই নিয়েছেন তিনি। সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করে শন মার্শ ও স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে ৩৯৭ রান করে অস্ট্রেলিয়া। মার্শ ২৮৮ বলে খেলেন ১৪৮ রানের ইনিংস। আর স্মিথ কাটায় কাটায় সেঞ্চুরি পূরণ করেই আউট হয়ে যান। অবশ্য এই ব্যাটসম্যান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে সুবিধা করতে পারেনি। তৃতীয় সর্বোচ্চ রান এসেছে মিচেল জনসনের ব্যাট থেকে। ৫৪ বলে ৩৩ রান করেছেন তিনি। ৭৮ রানে চার উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। পিটারসেন ও ম্যাকলারেন নিয়েছেন দুটি করে উইকেট। নিজের প্রথম প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো করতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যান। মিচেল জনসনের তাণ্ডবে কাল তারা মাত্র ৪৩ রানেই চার উইকেট হারায়। অধিনায়ক স্মিথকে দলীয় ১১ রানেই প্যাভিলিয়নে পাঠিয়ে দেন জনসন। এরপর ২৩ রানের মধ্যে পিটারসেন ও ফাফ ডু প্লেসিসকেও সাজঘরের পথ দেখিয়ে দেন এই অসি তারকা বোলার।
হাশিম আমলাকে আউট করেছেন পিটার সিডল।
কাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে চার উইকেট হারিয়ে ১০৬ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।