সংযুক্ত আরব আমিরাতে অনূর্দ্ধর-১৯ বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠছে আজ। আবুধাবিতে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কানাডা ও জিম্বাবুয়ে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে শারজায় শ্রীলঙ্কার মুখোমুখি নিউজিল্যান্ড। দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আজ মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের প্রথম ম্যাচ কাল। প্রতিপক্ষ আফগানিস্তান। ইতোমধ্যে প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ফেবারিটের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশের যুবারা। এখন বাকি মাঠের লড়াই।
ঢাকা ছাড়ার আগে যুবারা প্রতিশ্রুতি দিয়ে যান ভালো খেলার। ছোটদের বিশ্বকাপ হলেও দেশবাসী চেয়ে থাকবে এ আসরের দিকে