আসন্ন লোকসভা নির্বাচনের জন্য এবছর আইপিএল ভারত থেকে অন্যত্র সরে যেতে পারে। অনেকদিন ধরেই এমনটা শোনা যাচ্ছে। কিন্তু নির্বাচনের তারিখ এখনও ঠিক না হওয়ায়, কিছুতেই টুর্নামেন্টের দিনক্ষণ ঠিক করে উঠতে পারছেন না আইপিএল কর্তারা।
বৃহস্পতিবার আইপিএল-৭ নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার আর বেশিদিন অপেক্ষা করতে চাইছেন না আইপিএল কর্তারা। আগামী সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করেই অবশ্য এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। প্রাথমিকভাবে ঠিক হয়েছে টুর্নামেন্ট ভারতে না হলে, করা হবে দক্ষিণ আফ্রিকায়।
অবশ্য ভারতীয় বোর্ড সভাপতি শ্রীনিবাসনের পছন্দের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, বাংলাদেশের মতো আরও কয়েকটি দেশের নাম। আগামী ৯ এপ্রিল থেকে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা রয়েছে আইপিএল কমিটির৷ চলবে জুনের ৩ তারিখ পর্যন্ত।
আইপিএল চেয়ারম্যান রঞ্জীব বিসওয়াল এদিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘ আমরা অনেকগুলো বিষয় নিয়ে এখন ভাবনা-চিন্তা করছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিণ্ডের সঙ্গে দেখা করেই আমরা টুর্নামেন্টের ক্রীড়াসূচী চূড়ান্ত করব। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট করা যায় কিনা, সেটাও চিন্তাভাবনা করা হচ্ছে। সেক্ষেত্রে বেশিসংখ্যক ম্যাচ ভারতেও আয়োজন করা যেতে পারে। বাকিটা হবে অন্য দেশে।’