নিউজিল্যান্ড মাত্র ১৯২ রানে অলআউট। ভারতের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। ইশান্ত শর্মার ক্যারিশম্যাটিক পারফরম্যান্সে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনটি নিজের করে মহেন্দ্র সিং ধোনির দল। টেস্টে ক্যারিয়ারে সেরা বোলিং করেছেন ইশান্ত। ৫১ রানে নিয়েছেন ৬ উইকেট। ৪ উইকেট নিয়েছেন আরেক পেসার মোহাম্মদ সামি। আর ব্যাটিংয়ে অপরাজিত ৭১ রান শেখর ধাওয়ান ভারতের ইনিংসের শুরুটা করেছেন দারুন। পিচ কিউরেটর আগেই জানিয়েছিলেন, ওয়েলিংটনের উইকেটে থাকবে অনেক ঘাস। এই উইকেটে কঠিন পরীক্ষা দিতে হবে ব্যাটসম্যানদের। তবে প্রথম ইনিংসে যারা ব্যাটিং করবেন তাদের কাজটা আরও কঠিন। তাই টসই ম্যাচের ভাগ্য অনেকটা বদলে দিতে পারে। সবুজ উইকেটে টস হেরে ব্যাট করতে নেমে তা হাড়ে হাড়েই টের পেল স্বাগতিক নিউজিল্যান্ড। তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে গেল মাত্র ১৯২ রানেই। তবে শুরুটা কিন্তু বেশ সতর্কভাবেই করেছিলেন কিউই দুই ওপেনার পিটার ফুলটন ও হামিশ রাফারফোর্ড। ম্যাচের প্রথম ৩০ মিনিট বেশ ভালোভাবেই কাটিয়ে দিয়েছিলেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনি বোলিং পরিবর্তন করে ইশান্ত শর্মাকে নিয়ে আসার পরই ঘটে বিপত্তি।