প্রতিপক্ষ ম্যানসিটি হলে বিশ্বের যে কোনো ক্লাবেরই বাড়তি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে। এমন কি বার্সেলোনা হলেও! গত কয়েক বছরে ম্যানসিটি নিজেদেরকে বিশ্ব সেরাদের তালিকায় নিয়ে এসেছে। চলতি মৌসুমে নিজেদের নামের সঙ্গে আরও কিছু বিশেষণ জুটিয়েছে তারা। ম্যানসিটির মুখোমুখি হওয়ার আগে বার্সেলোনার এ কারণেই বাড়তি প্রস্তুতি প্রয়োজন। আজ প্রস্তুতি নেওয়ার শেষ সুযোগ পাচ্ছেন মেসিরা। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম লেগে মঙ্গলবার বার্সেলোনা মুখোমুখি হচ্ছে ম্যানসিটির। ইত্তিহাদ স্টেডিয়ামে খেলতে যাওয়ার আগে বার্সেলোনা আজ নূ্য ক্যাম্পে মুখোমুখি হচ্ছে রেয়ো ভলকানোর।
লা লিগায় রেলিগেশনের খড়গ ঝুলছে রেয়ো ভলকানোর উপর। তার উপর প্রতিপক্ষ এমন এক দল যাদের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। বার্সেলোনা গত সপ্তাহেই লা লিগায় পুনরুদ্ধার করেছে শীর্ষস্থান। লা লিগার পয়েন্ট তালিকায় ২৩ ম্যাচে ৫৭ করে পয়েন্ট নিয়ে সমান্তরালে অবস্থান করছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এ অবস্থায় সামান্য ভুলই আবার নিচে নামিয়ে দিতে পারে বার্সেলোনাকে। তবে কাতালানরা লা লিগার শীর্ষস্থান নিয়ে মোটেও ভাবছে না এ সপ্তাহে। কোচ জেরার্ডো মার্টিনো বলেছেন, 'আমরা চমৎকার এক দলের বিপক্ষে চমৎকার পারফরম্যান্স করতে চাই।' মৌসুমের সবচেয়ে কঠিন পর্যায়ে পেঁৗছে গেছে বার্সেলোনা। একদিকে নিশ্চিত হয়েছে কোপা দেল কাপের ফাইনাল। সেখানে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষায় আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। লা লিগায়ও শীর্ষস্থান নিয়ে চলছে টানাপড়েন।