সালামের রেকর্ড
১৯৮২ সালে ২৭ গোল দিয়ে ঢাকা ফুটবল লিগে এখনো রেকর্ডটি ধরে রেখেছেন সালাম মুর্শেদী। ফুটবলে আরও একটি রেকর্ড ধরে রেখেছেন তিনি। ভারতের মাটি থেকে দেশের প্রথম শিরোপা জিতেছিল মোহামেডান। সেবার দুর্গাপুরে অনুষ্ঠিত আশীষ জব্বার স্মৃতিতে সাদা-কালোরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়। সেই টুর্নামেন্টে এক ডাবল হ্যাটট্রিক ও তিন হ্যাটট্রিকসহ ১৭ গোল করেন সালাম। বাংলাদেশের এখন পর্যন্ত কেউ এক টুর্নামেন্টে ১৭ গোল দিতে পারেনি।
ক্রুইফ খুশি
ঢাকায় ফিরে দারুণ খুশি ডাচ কোচ লোডডিক ক্রুইফ। তিনি বলেন, শেখ জামাল ভারতের এক টুর্নামেন্টে ফাইনাল খেলছে এর চেয়ে বড় খুশির সংবাদ আর কী হতে পারে। তিনি আশা করছেন, ফাইনালেও জিতবে মামুনুলরা। আরও খুশি হবেন ফাইনালে যদি বিদেশিদের বদলে বাংলাদেশের কেউ গোল দেন।
যত ভয় জিকোর
বিশ্বকাপের বাকি কেবল কয়েক মাস। এরপরই শুরু হবে ৩২ দলের লড়াই। এই লড়াইয়ে স্বাগতিক হিসেবে এগিয়ে থাকবে ব্রাজিলই। তবে আর্জেন্টিনা, ইতালি, ফ্রান্স, জার্মানি এবং বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকেও রাখতে হবে সমান্তরালেই। ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো নিজেদেরকেই এগিয়ে রাখছেন বিশ্বকাপে। তবে তার ভয়,
মেসিদের নিয়ে।
বাংলাদেশের শুরু
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট গতকাল থেকেই শুরু হয়েছে। বাংলাদেশ আজ আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। শুরুটা হবে আফগানিস্তানের বিপক্ষে। ১৭ ফেব্র“য়ারি গ্র“পের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার সঙ্গে। ১৯ ফেব্র“য়ারি প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের টার্গেট গ্র“পের প্রতিটি ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে ওঠা। ২২ ফেব্র“য়ারি থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড।